তামিম-মাশরাফি ঢাকায়, রংপুরে ফিজ
স্পোর্টস ডেস্ক
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় রাখতে যে বিস্তর কর্মসূচী বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতে নিয়েছে তার প্রথমটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিশেষ এই বিপিএলকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় লোগো উন্মোচন হয়ে গেছে। আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় রাজধানীর স্থানীয় একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট বা প্লেয়ার নিলামের আয়োজন করা হয়।
এবার চলুন একনজরে দেখে নিই; কে কোন দলে-
ঢাকা প্লাটুনস:
দেশি: তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা।
বিদেশি: থিসারা পেরেরা, ল্যরি ইভান্স, শাহিদ আফ্রিদী।
রংপুর রেঞ্জার্স:
দেশি: মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফাজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী।
বিদেশি: মোহাম্মদ নবী, শাই হোপ।
কুমিল্লা ওয়ারিয়র্স:
দেশি: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল অঙ্কন, সুমন খান।
বিদেশি: কুশাল পেরেরা, মুজিব উর রহমান।
সিলেট থান্ডার:
দেশি: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাইম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান।
বিদেশি: শেফরন রাদারফোর্ড, শফিকউল্লাহ সাফার।
রাজশাহী রয়্যালস:
দেশি: লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর।
বিদেশি: রোবি বোপারা, হজরতুল্লাহ জাজাই।
খুলনা টাইগার্স:
দেশি: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হাসান শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, সামসুর রহমান, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ শহীদুল ইসলাম।
বিদেশি: রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
দেশি: মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ।
বিদেশি: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস।