জনপ্রতিনিধি’র মাইকিং
কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ঘূর্ণিঝড় “বুলবুল ” এর প্রভাবে সংকেত দেখিয়ে জনগনকে সচেতন করতে নিজেই মাইকিং করেন।
তিনি ৮নভেম্বর রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত কমলনগরের মেঘনা উপকূলীয় জনপদ নাছিরগঞ্জ, চৌধুরী বাজার, নবীগঞ্জ,বাতির খাল মাছ ঘাট, বিশ্বরোড মাছঘাট, কাদির পন্ডিতের হাট, হাজীপাড়া বাজারসহ তৎসংলগ্ন এলাকায় সিএনজি নিয়ে মাইকিং করে এবং সাইরেন বাজিয়ে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বলেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “বুলবুল” এর প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে ৬নাম্বার সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে বলা হয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যেটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ৭ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়টি শনিবার, ৯নভেম্বর রাতে উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে।
কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক সাগর বলেন, নিজের মানবিক দায়িত্ব থেকেই মাইকিং করেছি। মানুষের জানমালের যেন কোন ধরণের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য আগেভাগে এ সতর্ক বার্তা পৌঁছে দিয়েছি। ঘূর্ণিঝড়ের সময় মানুষের যে কোন বিপদ-আপদে পাশে আছি। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। দুর্যোগকালীন এ সময়ে মানুষকে সব ধরণের সহযোগিতা দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।
খোলাডাক/ এসএস