ছবিতে বিশ্বকবি
আজ ২৫ শে বৈশাখ মঙ্গলবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী। আনন্দ, বেদনা, কিংবা বিরহ, ভালোবাসা প্রতিটি প্রকাশেই বাংলা ভাষাভাষির প্রাণের আশ্রয় রবীন্দ্রনাথ।নিজের সময়ে থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর ধারন করেছিলেন অনাগত কালকে। তাইতো সকল সৃষ্টি কর্মই এখনো সমান আবেদন নিয়ে মুগ্ধ করছে শ্রোতাদের।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ২৫শে বৈশাখ ১২৬৮ সালে কলকাতার জোড়াসাঁকোর সুবিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ও মাতা সারদা সুন্দরী দেবী। সরল ও ধর্মপ্রাণ ছিলেন রবীন্দ্রনাথের পিতা। পিতার আদর্শ অনুসরণ করেই তার সন্তানরা জীবনযাবন করত। পৃথিবীর ইতিহাসে যে সকল কৃতি সন্তান অমর হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব কবি নামে আজো সুপরিচিত বিশ্ববাসীর কাছে। এমন অসাধারণ প্রতিভা সত্যিই বিরল বিশ্বের ইতিহাসে। ছবিতে দেখে নিন কেমন ছিল বিশ্বকবির জীবন।