বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন কুমার বিশ্বজিৎ
বিনোদন প্রতিবেদক
লক্ষ্য কোটি তরুণ-তরুণীর প্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। যিনি আধুনিক, ক্লাসিক্যাল ও লোকগীতিসহ সব ধরনের গানের এক উজ্জ্বল তারকা। তার গানে শ্রোতারা যেন একটু অন্যরকম আমেজ পায়। এখন খুব বেশি গান প্রকাশ না করলেও সময় নিয়ে হাজির হচ্ছেন নতুন গানে।
আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। আর এই উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন জনপ্রিয় এই শিল্পী। গানের শিরোনাম ‘হে বন্ধু বঙ্গবন্ধু’, এর কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং কিশোরের সুরে সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। সম্প্রতি গানটির গানটির কণ্ঠ ধারণের কাজ শেষ হয়েছে। মিক্স মাস্টারিংয়ের জন্য মুম্বাইয়ে পাঠানো হয়েছে গানটি।
কুমার বিশ্বজিৎ বলেন, জাতির পিতার শততম জন্মবার্ষিকীকে মাথায় রেখেই এই গানের পরিকল্পনা করেছিলাম। গানটি শুধু একটি গান নয়, এটি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ভাবনাচিন্তা, দেশপ্রেম, অসাম্প্রদায়িক মনোভাব প্রদর্শনের একটি গল্প বলা। এক জীবনে অনেক গানই তো গেয়েছি। সেই গানের মাধ্যমে এবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে চেয়েছি।