রামগতিতে ইউএনওর শোভাযাত্রায় আ’লীগ নেতাদের একাকার
লক্ষ্মীপুর প্রতিনিধি ; লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রায় স্বৈরাচার আওয়ামী লীগের থানা নেতাদের একাকার উপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছৈয়দ আমজাদ হোসাইনের সাথে আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যানদের ছবি দেখা গেছে। শোভাযাত্রার র্যালী দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
ছবিতে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে শোভাযাত্রা নিয়ে হেটে যাচ্ছে অংশগ্রহনকারীরা, যাদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চর আব্দুল্লাহ ইউনিয়ন আ’লীগের সভাপতি বির্তকিত চেয়ারম্যান কামাল উদ্দিন মঞ্জুর, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি চর রমিজ ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক চর আগলী ইউনিয়নের চেয়ারম্যার জাকির হোসেন লিটন চৌধুরী। তবে শোভাযাত্রায় উপজেলা বিএনপির আহবায়ক ডা.জামাল উদ্দিন ও সদস্য সচিব সিরাজুল ইসলামকেও দেখা গেছে।
উপজেলা বিএনপির আহবায়ক ডা.জামাল উদ্দিন বলেন, উপজেলার সরকারি প্রোগ্রামে আমাদের দাওয়া দিয়েছে উপজেলা প্রশাসন। এরা কখন শোভাযাত্রা প্রবেশ করলো দেখিনি। এটা তো সম্পূর্ণ উপজেলা প্রশাসনের প্রোগ্রাম, আমাদের তো কিছু করার নেই। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বেশ আলাপ হয়েছে। সম্পূর্ণ বির্তকিত করতে এরা প্রবেশ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছৈয়দ আমজাদ হোসেন হোয়াটআপে বলেন, শোভাযাত্রা শুরু করে হেটে যাওয়ার মধ্যে এরা ঢুকে পড়ে আমাকে বির্তকিত করে। বিষয়টি নিয়ে বেশ বিভ্রান্তিতে ফেলে দিল। বলা কোন ভাষা নেই।