
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম
আমজাদ হোসেন আমু,লক্ষ্মীপুর প্রতিনিধি;
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো.আবুল কালাম সপ্তাহে দু’দিন অফিস করে এবং অসুস্থ্যতার দোহাই দিয়ে অফিস ফাঁকি দিচ্ছে এমন তথ্য অফিস সূত্রে পাওয়া যায়।
অতিরিক্ত দায়িত্বে থাকা রামগতি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো.মাহবুবুর রহমান বলেন, অডিটর যোগদানের পর থেকে অফিস করছে না। মাঝে-মধ্যে অফিসে আসেন। তাও অসুস্থ্যতা সুযোগ দেখিয়ে অফিস ফাঁকি দেন। তবে আমি যেদিন অফিস করি, সেদিন টানা অফিস করেন অডিটর আবুল কালাম। অফিস না করার কারণে জানতে চাইলে তিনি বলেন, অডিটর কেন অফিস করছে না তেমন কোন উত্তর তার কাছে নেই। তবে অফিস ফাঁকি দিচ্ছে এটা নিশ্চিত করেন তিনি। অডিটর সপ্তাহে দু’দিন অফিসে থাকেন। আমি অতিরিক্ত দায়িত্বে রয়েছি, অডিটর অফিস করছে না। প্রতিদিন ফাইলের কাজ করতে আসা ভুক্তভোগীরা ফোন দিচ্ছে। অফিসের সব কাজ স্থবির হয়ে পড়ছে। তার অফিস ফাঁকি দেয়ার বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানাতে চিঠি দেয়া হয়েছে।
অডিটর আবুল কালাম বলেন, তিনি অফিসে সপ্তাহে দু’তিন দিন আসেন। বাকি দিন কেন আসেন না জানতে চাইলে অজুহাত খোঁজেন। সরেজমিনে অফিসে গিয়ে তার হদিস পাওয়া যায়নি। তিনি কমলনগরে ২৯অক্টোবর যোগদান করলেও তথ্য বাতায়নের তার তথ্য নেই।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাহাত উজ জামান বলেন, তিনি ইউএনও দায়িত্বে নতুন যোগদান করেন। অডিটর অফিস করছে না বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন।