
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » নিবন্ধন, ভোটার করতে ১৫ হাজার দাবি, অভিযোগ উদ্যোক্তার বিরুদ্ধে
নিবন্ধন, ভোটার করতে ১৫ হাজার দাবি, অভিযোগ উদ্যোক্তার বিরুদ্ধে
লক্ষ্মীপুর প্রতিনিধি; লক্ষ্মীপুরের কমলনগরের পাটোয়ারীর হাট ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো.বেলাল হাসান অনিকের বিরুদ্ধে জন্মনিবন্ধনসহ ভোটার করিয়ে দিবে ১৫ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠে।
ভুক্তভোগী মো.ফারুক হোসেন জানান, আমি চট্রগ্রামে ৩ছেলে নিয়ে বসবাস করি। সারাদেশে ভোটারের কাজ চলছে। ছেলেরা বাড়ি আসে ভোটার হতে। তাদের নিয়ে স্থানীয় পাটোয়ারীর হাট ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন করাতে যাই। সেখানে গেলে পরিষদে থাকা উদ্যোক্তা বেলাল জানতে চায়, নিবন্ধন দিয়ে কি করবো..? আমি তাকে জানাই ভোটার করাবো। তখন বেলাল জানান, এদের নিবন্ধন হবে না। কিছুক্ষণ পরে ডেকে বলেন, জন্মনিবন্ধনসহ ভোটার করিয়ে দিবো ১৫হাজার টাকা দিতে হবে। আমি কিছুক্ষণ পরিষদে থেকে বাড়ি চলে আসি।
তিনি আরও জানান, কিছুক্ষণ অপেক্ষা করার পর ছেলেদের পাশের উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে জন্মনিবন্ধন ও ভোটার করিয়েছি। সেখানে তাদের নানার বাড়ির ঠিকানায় এসব করিয়েছি। তিনি উদ্যোক্তার বিচার দাবি করেন। মো. ফারুক হোসেন উপজেলা পাটোয়ারীর হাট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত জাফর আহমেদ ব্যাপারীর ছেলে।
ভুক্তভোগী আব্দুল গনি জানান, তিনি জন্মনিবন্ধন করতে পরিষদে গেলে উদ্যোক্তা বেলাল ১হাজার টাকা দাবি করেন, তিন-চার বার তার কাছে গেলেও নিবন্ধন করিয়ে দেননি।
মো.বেলাল হাসান অনিক জানান, তার কাছে মো.ফারুক নামের কোন ব্যক্তি যাননি। তিনি তাকে চিনেন না।
উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশাসক তুর্য্য সাহা জানান, উদ্যোক্তা বেলালের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ শুনেছি। তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, উদ্যোক্তা টাকা চাইবে কেন..? তার তো টাকা চাওয়ার রাইট নেই। বিষয়টি জেনে ব্যবস্থা নিচ্ছি।