ভুলু’র বহিষ্কার আদেশ প্রত্যাহার
মোশারেফ হাওলাদার, কমলনগর সংবাদদাতা,
লক্ষ্মীপুরের কমলনগরের স্বেচ্ছাসেবক দলের বজলুর রহমান ভুলু’র বহিষ্কার আদেশ প্রত্যাহারের চিঠিতে স্বাক্ষর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আরিফ মাহমুদ কাজল।
আরিফ মাহমুদ কাজল জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির, সম্পাদক হারুনুর রশিদের নির্দেশক্রমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।
জেলা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, ৫আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দলের নেতা কর্মীদের নির্দেশনা দেন জননেতা তারেক রহমান। ভুলু দলীয় শৃঙ্গলা ভঙ্গে কাজে জড়িয়ে যান। দলের শৃঙ্গলা রক্ষা করতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বজলুর রহমান ভুলু উপজেলার তোরাবগনজ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবে দায়িত্বে ছিলেন।
ভী-বাণী/ডেস্ক