দলের সিদ্ধান্ত মেনে নেন যুবদল নেতা হেলাল
লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দল পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও ইউপি আহবায়ক মো.হেলাল উদ্দিন(হেলাল মেম্বার)কে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্যাডে জেলা যুবদলের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম-আহবায়ক সিদ্ধান্তে বহিষ্কার আদেশ জানানো হয়।
বহিষ্কার বিষয়ে মো.হেলাল উদ্দিন জানান, দীর্ঘ বছর দলের সকল কার্যক্রমে জড়িত ছিলাম। ভবিষৎতেও থাকবো। তবে দলের কোন শৃঙ্খলা ভঙ্গ করিনি। দলের সকল সিদ্ধান্ত মেনে আগামীতে লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান’র নেতৃত্বে কাজ করবো। এছাড়াও তিনি আরও জানান, নদী কেন্দ্রিক তাদের পারিবারিক ব্যবসা রয়েছে। নদীর ব্যবসা পরিচালনা করতে গিয়ে কোন শৃঙ্খলা ভঙ্গ করেছি কি না জানা নেই। যতদিন বেঁচে থাকি দলের সকল দিক-নির্দেশনা মেনে চলবো ইনশাআল্লাহ।
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন জানান, কমলনগরে মেঘনা নদীর মাছ ঘাটে নানা রকম উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি, জেলেদের ভয়ভীতি দেখানো, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, তাকে উপজেলা নেতারা সতর্ক করার পরও তিনি সতর্ক হননি। দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো কর্মকাণ্ড করে যাচ্ছিল। দলের শৃঙ্খলা রক্ষায় জেলা যুবদল বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
তিনি আরও জানান, এছাড়াও লক্ষ্মীপুর জেলার যে কোনো উপজেলার নেতা-কর্মী যদি নিজ স্বার্থে দলের ব্যানার ব্যবহার করে শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে লিপ্ত হয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। তাদেরও আমরা এমন সিদ্ধান্তের আওতায় নিয়ে আসব।
প্রসঙ্গত,সরকার পতনের পর থেকে দলের শৃঙ্খলা ফেরাতে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন। কোন নেতা-কর্মী যেন দলের নাম ভাঙিয়ে কোথাও কোনধরণে শৃঙ্খলা ভঙ্গ না করে। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশের বিভিন্নস্থানে নেতা-কর্মীদের বহিষ্কার, সর্তকের লিখিত নোটিশ জারি করা হয়। এবং বহিষ্কার, সর্কত নোটিশ চলমান থাকবে।
ভী-বাণী/ডেস্ক