রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » চট্রগ্রাম ভার্সিটির সাবেক ছাত্রদের সমন্বয়ে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ
চট্রগ্রাম ভার্সিটির সাবেক ছাত্রদের সমন্বয়ে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ
আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর প্রতিনিধি- সারাদেশে যখন বন্যার পানিতে প্লাবিত মানুষের বাড়ি-ঘর। তখনই কিছু তরুন যুব চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা খাবার সংকটে বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছে দেন। এতে অংশ নেনে লক্ষ্মীপুর-চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস এসোসিয়েশন।
জানা যায়, ফেনী, কুমিল্লা, নোয়াখালীর লক্ষ্মীপুরে বন্যার পানিতে প্লাবিত হয়। এতে লক্ষ্মীপুরের কমলনগরে পানিবন্দি মানুষের মাঝে ত্রান দেয়া হয়। জেলার ৫টি উপজেলার প্রায় পানিবন্দি এলাকাগুলোতে ত্রান বিতরণ করা হয়।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কায়েস জুয়েল জানান, বন্যা কবলিত পানিবন্দি মানুষের ভোগান্তি দেখে খুব কষ্ট হচ্ছিল। আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। লক্ষ্মীপুর জেলার ছাত্র-ছাত্রীদেরর নিয়ে লক্ষ্মীপুরস্থ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন করা হয়েছে। আমাদের যৌথ উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে উন্নতমানের কিছু খাবার সহযোগিতা করা হয়। এসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গলা পরিমান পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পানিবন্দি মানুষের মাঝে খাবার পৌঁছে দেন। এছাড়াও সহযোগিতা করেন, চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব।
ভী-বাণী/ডেস্ক