সোমবার, ১৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
লক্ষ্মীপুর প্রতিনিধি : এলাকায় ছেচঁরা চোর, মাঝে-মধ্যে রিক্সা, ভ্যান, মোবাইল চুরি করার নেশা ছিল। স্থানীয় বাজারে ছোট একটা দোকান রয়েছে। তবে দোকানে তেমন সময় দিচ্ছে না। হঠাৎ বনে গেলে মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে স্থানীয় এলাকায় বিভিন্ন ধরণের অভিযোগ উঠে। তার নামে একাধিক খুন, চুরি, ছিনতাই ও নারী ধর্ষণের মামলা রয়েছে। একাধিকবার জেল খেটেছে। তবে কোন কিছুতেই তোয়াক্কা নেই তার। তিনি করেন আওয়ামী লীগ। বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে মাদক ব্যবসা চালান। বাড়িতে করছে আলিশন বাড়ি। বলছি লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স ইউনিয়নের তোরাবগন্জ এলাকার হতদরিদ্র পিতা মৃত মোহাম্মদ হানিফ প্রকাশ(হান্দু মাল)’র ছেলে মো.মাইন উদ্দিনের কথা।
স্থানীয়রা জানান, মো.মাইন উদ্দিন এলাকার খুবই হতদরিদ্র পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা খুবই গরীব ছিল। মো.মাইন উদ্দিন এলাকায় চেঁছরা চোর, ছিনতাই কারী হিসেবে বেশ পরিচিত। তার অপকর্মের শেষ নেই। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় মামলার তোয়াক্কা করে না। তার তোরাবগন্জ বাজারে ছোট্র একটি দোকান ঘর রয়েছে। দোকানে হাজার দুয়েক টাকার মালামাল পর্যন্ত নেই। তার বাড়িতে পুরানো আঙাচুরা একটি ঘর ছিল। গত দেড় বছরে হঠাৎ বাড়িতে করেছে ফাউন্ডেশনের আলিশন বিল্ডিং। চলাফেরার ধরণ জ্যাঁকজমক। তার আয়ের উৎসের সাথে কোন কিছুর মিল পাচ্ছে না এলাকাবাসী। খোজঁ নিয়ে জানা যায়, সে মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। পাশে থাকা একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন যাবত ইয়াবা মাদক ও নারীদের আসর বসাতো। মাদক বিক্রয়ে আস্তানা ছিল পরিত্যাক্ত ঘর। পরিত্যাক্ত ঘর থেকে সে যত অপকর্ম চালান। তার মাদকের ব্যবসা চলে তোরাবগন্জ বাজার থেকে মতিরহাটের আশে-পাশে।
সরেজমিনে দেখা যায়, তার বাড়িতে সাদা রংএর একতলা বিল্ডিং, সামনে এসএস পাইপের জানালা-গেইট, লোহার কাটের দরজা, ভালোমানে জ্যাঁকজমক বাড়ি। বাজারে এক সাঁটারের দোকান বন্ধ রয়েছে।
স্থানীয় জৈনক ব্যক্তি আব্দুর রাজ্জাক জানান, মো.মাইন উদ্দিনের নিজস্ব ক্যাডার বাহীনি রয়েছে। যাদের দিয়ে চেঁছরা চুরি, অটো রিক্সা, ডাকাতি, জমি দখল, মোটর সাইকেল চুরিসহ সব অপকর্ম করান। রাতের আধাঁরে-প্রকাশ্যে মানুষের বাড়ির পুকুর, জলাশয় থেকে মাছ চুরি, নারিকেল-সুপারি চুরি করেন। আওয়ামী লীগ করায় কেউ তার সাথে লাগতে যায় না। তার চলাফেরা, বাড়িতে আলিশন বিল্ডিং এসব কিভাবে করছে প্রশ্ন রাখে স্থানীয়রা।
জৈনিক অন্য ব্যক্তি জানান, মাদক কারবারি মাইন উদ্দিনের নিজস্ব খুচরা পাইকার রয়েছে। সে যাদের দিয়ে মাদক চালান নেয়া-আনা ও বেচা-বিক্রি করে। পাশবর্তী ভবানীগন্জ এলাকায় বিয়ের লোভ দেখিয়ে নারীর সাথে সম্পর্কের জড়ালে ধর্ষণের মামলায় পড়ে দীর্ঘদিন জেল খাটে। সৌদি প্রবাসী ব্যক্তির কাছে মোটা অংকের চাঁদা দাবি করে বিল্ডিং এর কাজ বন্ধ করে দিয়ে টাকা নেন। স্থানীয় দোকান থেকে দেড় লাখ টাকা স্বর্ণ লুট করে।
এজাহারভুক্ত ধর্ষণ, হত্যা মামলা: আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাষ্টারের ভাগিনা তোফায়েল হত্যার আসামী ছিলেন। পুলিশের সোর্স মো.শহীদ হত্যা মামলার আসামী হন।ভবানীগন্জ নারী ধর্ষণ মামলায় জেল খাটেন।
ভুক্তভোগী মো.রাশেদ জানান, মাদক কারবারি মাইন উদ্দিন তাদের কাজ বন্ধ করে তার বাবার কাছ থেকে মোটা অংকের চাঁদা নেন। তার বিচার দাবি করছি। নিহত শহিদের ছেলে রিয়াজ জানান, তার বাবাকে খুনি মাইন উদ্দিন তার বাহিনী দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে, পরে তিনি চিকিৎসাধিন অবস্থা মারা যান।
অভিযুক্ত মো.মাইন উদ্দিনের সাথে সরাসরি এবং ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। সে আওয়ামী সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে স্থানীয়রা জানান।
কমলনগর থানা ইনচার্জ (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার ভোরেরবাণীকে জানান, তিনি থানায় নতুন যোগদান করেছেন। মাদক নিয়ে কাজ করবেন। তবে মাইন উদ্দিন নামের অভিযোগ গুলো তদন্ত করে দেখবেন।