মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিবিধ » উপজেলা পরিষদে জায়গা না পেয়ে ইউপিতে জায়গা খুঁজছে চার চেয়ারম্যান প্রার্থী
উপজেলা পরিষদে জায়গা না পেয়ে ইউপিতে জায়গা খুঁজছে চার চেয়ারম্যান প্রার্থী
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিভিন্ন সময়ে প্রার্থী হয়ে পরাজিত হন তারা। এখন স্ব ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জায়গা খুঁজতে মরিয়া হয়ে মাঠে দৌঁড়াচ্ছে সেই ৪জন চেয়ারম্যান প্রার্থী। এরা হলেন, প্রার্থী মো.বাবুল মিয়া, আহসান উল্লাহ হিরণ, মোশারেফ হোসেন খোকন, ও আশ্রাফ উদ্দিন রাজন।
জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মো.বাবুল মিয়া, আহসান উল্লাহ হিরণ, ২০০৯সালে মোশারেফ হোসেন খোকন ও ২০১৪সালে আশ্রাফ উদ্দিন রাজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যান। উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন খোকন দীর্ঘ বিরতির পর উপ-নির্বাচনে ভোটের মাঠে লড়াই করছেন। এদিকে, চর কাদিরায় আশ্রাফ উদ্দিন রাজন সাবেক চেয়ারম্যান পদে ছিলেন, তিনিও তিনবারে প্রার্থী হয়ে হেরে গিয়ে ভোটের মাঠে লড়ছেন।
সরেজমিনে দেখা যায়, উপ-নির্বাচনে এরা ছাড়াও ১৮জন চেয়ারম্যান প্রার্থীর খোঁজ পাওয়া যায়। তারা হলেন, চর লরেন্স ইউপিতে মো. সোলায়মান, মো. হারুন, মো. আব্দুজ্জাহের, মো. আবুল কাশেম হাওলাদার, আব্দুর রহমান রাছেল, কফিল উদ্দিন মাহমুদ, মাহবুবুল আলম রাজু, নজরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, মোহাম্মদ আনোয়ার হোসেন ও নুরুল করিম, চর কাদিরায়, মাওলানা মো. খবিরুল হক, মো. নুরুল্লাহ, মো. ইব্রাহীম বাবুল, মো. বাহার, আবদুর রহিম, মো. ফাইজুল্লাহ ও জয়দেব চন্দ্র মজুমদার ভোটের মাঠে প্রার্থীতা প্রচার করছেন। তবে এদের মধ্যে কিছু ডামি প্রার্থীর খোঁজ রয়েছে।
ডামিদের মধ্যে চর লরেন্সে মো.বাবুল মিয়া তার ভাতিজা ও ভাগিনা আব্দুর রহমান রাছেল ও মো.হারুন, মোশারেফ হোসেন খোকনের স্ত্রী ফরিদা ইয়াসমিন, চর কাদিরায় মো.নুরুল্লাহ ভাই মো.ফাইজুল্লাহ, আশ্রাফ উদ্দিন রাজনের মামাতো ভাই মো.আব্দুর রহিম, মো.ইব্রাহীম বাবুলের ভাই মো.বাহার রয়েছে।
প্রসঙ্গত, চর লরেন্স ইউনিয়ন চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টারের মৃত্যু এবং চর কাদিরা ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে পদত্যাগ করেন। যে কারণে দুই ইউনিয়নের চেয়ারম্যান পদ দু’টি শূন্য হওয়ায় উপ-নির্বাচন হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস ও রির্টানিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী জানান, আগামী ২৭ জুলাই চর কাদিরা ইউনিয়ন ও চর লরেন্স ইউনিয়নে উপ-নির্বাচন। ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
ভী-বাণী/ডেস্ক