আওয়ামী লীগের সভাপতিকে পেটালেন সাধারণ সম্পাদক
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংকান্ত বিরোধে সাহেবের হাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে পিটিয়ে আহত করার অভিযোগ চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপনের বিরুদ্ধে। আবু বক্কর সিদ্দিক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক অভিযুক্ত সাইফুদ্দিন রিপনসহ ১৩জনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে আবু সিদ্দিক জানান, আমজাদ হোসেন তার ছেলে পারভেজসহ একাধিক লোক চর জগবন্ধু এলাকায় ১৩০শতাংশ জমি দখলের চেষ্টা করে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আদালত স্থানীয় ভূমি তহশিলদারকে সরেজমিন তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন। তহশিলদার তদন্ত সাপেক্ষে ভূমির দখল সত্যতায় তার পক্ষে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিরোধীদের অনধিকার প্রবেশ ও দখলে চেষ্টায় নিষেধাজ্ঞা দেন। গতশুক্রবার হঠাৎ তিনি জমি চাষ করতে ট্রাক্টর নামালে আমজাদ, পারভেজ, সাইফুদ্দিন রিপনসহ ১০-১২জন লোক অতংকিত হামলা করে তাকে গুরুতর আহত করেন। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়।
সাইফুদ্দিন রিপন জানান, চর জগবন্ধু মাতাব্বর হাট এলাকায় তার চাচার কিছু জমি রয়েছে। দীর্ঘদিন জমিগুলো তার চাচার দখলে থাকায় আবু সিদ্দিক অন্য ব্যক্তির নামে খাস নথিভুক্ত করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। জমি পুর্ণরুদ্ধারের চেষ্টায় আদালতে মামলা রয়েছে। আবু সিদ্দিক জোরপূর্বক ট্রাক্টর নামিয়ে চাষ করতে গেলে তাকে বাঁধা দেয়া হয়। তারর উপর কেউ হামলা করেনি। তিনি দৌড়ে পালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। তারা হামলার ঘটনায় জড়িত নন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তওহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা আবু বকর ছিদ্দিককে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভী-বাণী/আফরোজ হ্নদয়