বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিবিধ » উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়ন জমা হয়নি
উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়ন জমা হয়নি
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্ধারিত সময়ে মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিতে পারেনি ২জন প্রার্থী। এরা হলেন, সাবেক ইউপি সদস্য মো.ইসমাইল হোসেন, মো.নুরুল করিম। বৃহস্পতিবার (০৪জুলাই) বিকেলে উপজেলা রির্টানিং কর্মকর্তার অফিসে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চর লরেন্স ও চর কাদিরা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৫.টা পর্যন্ত। ফরম সংগ্রহকারীদের মধ্যে নির্ধারিত সময় পরে ২জন প্রার্থী ফরম জমা দিতে আসায় তাদের ফরম জমা নেওয়া হয়নি।
ফরম জমা দিতে না পারা মো.নুরুল করিম জানান, চর লরেন্স ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আজ মনোনয়ন ফরম জমা দেওয়া নির্ধারিত তারিখ ছিল। ফরম রেডি করে আসতে দেরি হওয়ায় উপজেলা নির্বাচন অফিস মনোনয়ন ফরম জমা নেননি। মো.ইসমাইল হোসেন জানান, চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ফরম রেডি করে আসতে দেরি হয়েছে। নির্বাচন অফিস কর্মকর্তারা সময় বিলম্ব হওয়ায় জমা নেননি।
উপজেলা নির্বাচন রির্টানিং কর্মকর্তা মো.জায়েদুল হোসেন চৌধুরী জানান, উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৫.টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে ২জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিতে দেরি করেন। তাদের ফরম জমা নেওয়া হয়নি। এছাড়াও উপ-নির্বাচনে চর লরেন্সে ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩জন ও চর কাদিরায় ৮জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।
প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেন। এবং চর লরেন্স ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাষ্টার নুরুল আমিন ইন্তেকাল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন অফিস দুটি ইউপিতে চেয়ারম্যান পদে শূণ্য ঘোষণা করেন।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)নির্বাচন বিধিমালা ২০১০এর বিধি ১০ অনুযায়ী গত ২৭জুন শূণ্য পদে নির্বাচন কমিশন উপ-নির্বাচন তারিখ ঘোষণা করেন। এবং আগামী ২৭জুলাই তারিখে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।