কমলনগরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সরানো নিয়ে গুজব
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ’র অফিস রুম থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাছিনার টাঙানো ছবি সরানো নিয়ে সামাজিক যোগাযোগ (ফেইসবুক) কে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুপার এডিট ভুয়া ছবি প্রচার করা হচ্ছে দাবি করেন চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ্।
চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে মাত্র দু’দিন অফিস করেছি। এরই মধ্যে কিছু কুচক্রীমহল অফিসে টাঙানো বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা ছবি সরানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) গুজব ছড়াচ্ছে। বিষয়টি খুবই দু:খজনক। সরকারি অফিসে রাষ্ট্রের প্রধানদের ছবি থাকবে এটাই নিয়ম। ছবি সরাতে হবে, এমন চিন্তা বা অপরাজনীতি সত্যি ন্যাক্কারজনক। ভুয়া ছবি দিয়ে সত্য চাপা দেয়া যায় না। যারা এমন কাজ করেছে তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাস জানান, উপজেলা চেয়ারম্যানের অফিস থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি সরানো সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বিদ্রুতকর তথ্য ছড়ানো হচ্ছে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্যে গুজব ছড়াবেন না।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মাওলানা খালেদ সাইফুল্লাহ বিজয়ী হন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও চর কাদিরা ইউপির দু’বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ইউপি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হন।
ভী-বাণী/ডেস্ক