কমলনগরে সিএজি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা, বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি)’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষ্মীপুরের কমলনগরে তিনদিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৩মে) সকালে উপজেলা স্পন্দন কক্ষে উপজেলা হিসাব রক্ষক অফিস আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ইসমাইল, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, সমাজসেবা কর্মকর্তা মো.হানিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোরশেদ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.আজমল হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.জহিরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আনোয়ার পারভেজ, আনসার ভিডিপি কর্মকর্তা শাহীন আক্তার, জনস্বাস্থ্য কর্মকর্তা মো রাকিব হোসেন, খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিন মিয়া, সহকারি প্রভাষক মো.লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা হাজি নুরুল ইসলাম, সাংবাদিক ইউছুফ আলী মিঠু, মুছা কালিমুল্লাহ, আমজাদ হোসেন আমু প্রমুখ।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্তকর্তা সুচিত্র রন্জন দাস বলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিস চাকুরি জীবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখানে সঠিক সেবা গ্রাহকদের গুরুত্ব দিতে হবে। কোন চাকুরি জীবি যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে সিএজি সেবার মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়নে ডিজিটাল করা হয়েছে।