কমলনগরে স্কুল ছাত্রী অপহরণ, থানায় অভিযোগ
রামগতি-কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা, লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিশোধ নিতে এক স্কুল ছাত্রীকে অপহরণ করার দায়ে ৫জনের নামে স্থানীয় থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা মো.সহিদুল ইসলাম। শনিবার(১১মে) সন্ধ্যায় উপজেলার চর জাঙ্গালিয়ার হেলাল চেয়ারম্যান কামার বাড়ির সামনে রাস্তার থেকে ছাত্রীকে অপহরন করা হয়।
অভিযুক্তরা হলেন, ১.ইয়াছিন আরাফাত (১৬) পিতা, নুরুল ইসলাম মাঝি,১.আব্দুল গনি (৩৫) পিতা সুজা মিয়া,৩.নুরুল ইসলাম মাঝি (৫৫) পিতা মৃত সুলতান আহম্মদ, ৪.ফরিদা বেগম বুলি (৪৫) স্বামী নুরুল ইসলাম,৫. পিংকি আক্তার চাঁদনী (২২) পিতা নুরুল ইসলাম মাঝি। এরা সবাই পাশ্ববর্তী রামগতির চর বাদামের সীতা গ্রাম ও বর্তমানে চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীরা জানান, তার মেয়ে উপজেলার করুনানগর এলাকার চর জাঙ্গালিয়া(বিন্দাবান) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে স্কুলে যাওয়া-আসার সময় প্রায় লোকজন নিয়ে প্রথম অভিযুক্ত বখাটে ব্যক্তি উত্যক্ত ও ঝুট-ঝামেলা, ইফটিজিং করত। পারিবারিক মান সম্মানের ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানানো হয়নি। পরে নিরুপায় হয়ে অতিরিক্ত ঝামেলার কারণে বিষয়গুলো অভিযুক্তের পরিবার ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়। তাদের পরামর্শে স্থানীয় থানা ও জেলা পুলিশ সুপার বরাবর অবগত হলে বিষয়টি গর্নমান্যরা মিমাংসা করেন। কিন্তু দীর্ঘদিন পরে অভিযুক্তরা প্রতিশোধ নিতে উৎপেতে থাকে। ঘটনারদিন তার মেয়ে সকাল বেলায় স্কুল শিক্ষককের কাছে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন। সারাদিন বাড়ি ফিরেনি। তাকে স্কুল এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। হঠাৎ কিছুক্ষণ পরে একটা মোবাইল নাম্বার থেকে ফোন আসে। অপর পার্শ্ব থেকে এক লোক জানান তার মেয়েকে জোর পূর্বক অপহরণ করা হয়েছে। এবং তারা মেয়ের সাথে কথা বলিয়ে দেন। তবে কোথা থেকে কথা বলছে জানা যায়নি। মেয়ে খুব চিৎকার-চেঁচামেঁচি করতেছে শব্দ শুনা যাচ্ছে। অভিযুক্তরা তার মেয়ের ক্ষতিসাধন করতে পারে মর্মে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসন দ্রুত তার মেয়েকে উদ্ধার করে এমন দাবি জানান তিনি।
অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করেও পাওয়া যায়নি। কমলনগর থানা পরিদর্শক(এসআই) মো.ইসমাইল হোসেন জানান, ছাত্রী অপহরণের বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।