বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিবিধ » বিএনপি’র নির্বাচনী সিদ্ধান্ত হলে ‘চেয়ারম্যান’ পদে লড়তে পারে নুরুল হুদা চৌধুরী
বিএনপি’র নির্বাচনী সিদ্ধান্ত হলে ‘চেয়ারম্যান’ পদে লড়তে পারে নুরুল হুদা চৌধুরী
লক্ষ্মীপুর প্রতিনিধি : দীর্ঘ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে ভোটে অংশ নিচ্ছে না। মাঝে-মধ্যে ভোটে অংশগ্রহন করলেও সরকারের নানা অনিয়ম ও একনায়কতন্ত্র এবং কারচুপি দেখিয়ে ভোট বর্জন করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে ভোট বর্জন করেন।
বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্তে সারাদেশে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন করতে পারে নেতা-কর্মীরা, এমন আশ্বাস পাওয়া যাচ্ছে। সারা দেশের মত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এমন আবাস শুনা ও দেখা যাচ্ছে।
কমলনগরে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা জানান, বিএনপি’র দলীয় সিদ্ধান্ত হলে উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে প্রার্থীতা হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনে জনমতের গুরুত্ব বেশি বহন করে। যারকারণে জনসম্পৃক্তার জন্য দল নির্বাচনে অংশগ্রহন করতে পারে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যদি দল অংশ গ্রহন করে তাহলে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারে।
কে প্রার্থী হতে পারে জানতে চাইলে তারা আরও জানান, নুরুল হুদা চৌধুরী- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করছে। বিগত বছর গুলোতে দলের দু:সময়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালাচ্ছেন। তিনি রাজপথে হামলা-মামলা শিকার হন। কয়েকবার জেলও খাটেন। তার নামে বেশ কয়েকটি মামলা চলছে। রাজপথে সরকার দলীয় আন্দোলনে তার ভূমিকা ব্যাপক। দলের সিন্ধান্তে তাকে উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে প্রার্থী দিলে তিনি জয়ী হবেন, এমন কথা বলেন স্থানীয় নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী জানান, জাতীয়তাবাদী দল সাধারণ খেটে-খাওয়া মানুষের দল। সরকারের একনায়ক তন্ত্রের কারণে বিএনপি সমর্থনে জনসমুদ্রে পরিনত হচ্ছে। বিএনপি আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থেকেও বিএনপি তার সরকার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে লড়াই করছে। দলের দায়িত্বে থাকায় সাবেক দু’বারের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, বেগম জিয়ার আস্থাভাজন ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবিএম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্ব বেগবান করতে কাজ করছি। স্থানীয় সরকার নির্বাচনে দল অংশ নিলে দলের সিদ্ধান্তে যাকে চেয়ারম্যান পদে প্রার্থী করাবেন তার বিজয়ে ভোট করবো এবং বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। যদি দলের সিদ্ধান্ত ও নেতা-কর্মীরা চায় তাহলে ভোটের মাঠে দেখতে পাবেন।
ভী-বানী/ডেস্ক/আমু