লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী’র জয়
লক্ষ্মীপুর সংবাদদাতা; দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নৌকা প্রতিকের মনোনীত জাসদ নেতা মোশারফ হোসেনকে বিপুল ভোটে হারিয়ে জয় লাভ করেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহ ৪৬হাজার ৪শত ৮৫, নৌকা প্রতিকের মোশারফ হোসেন ৩৩হাজার ২ শত ২৪ ভোট পান। এতে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক ১৩হাজার ২শত ৬১ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। এদিকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের ইস্কাদার মির্জা শামীম ৭হাজার ৪ শত ৭৪, সুপ্রিম পাটির একতারা প্রতিকের মোহাম্মদ ছোলায়মান ৩ শত২০, রকেট প্রতিকের আব্দুস সাত্তার পালোয়ান ৬ শত৪৯, তবলা প্রতিকের মাহমুদা বেগম ৩শত ৫৫ ভোট পান। সর্বোমোট ১২১ টি কেন্দ্রে ৮৯ হাজার ৭শত৫৯ ভোটার উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। লক্ষ্মীপুর-৪ আসনে মোট ভোটের সংখ্যা প্রায় ৩লক্ষ ৭৯হাজার ৬শত ৩৪ জন।
জানা যায়, স্বতন্ত্র বিজয়ী মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নৌকা প্রতিক নিয়ে ২০১৪ সালে জয় লাভ করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এদিকে মোশারফ হোসেন কেন্দ্রীয় জাসদ ইনু দলের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৮ সালে লক্ষ্মীপুর-৪ আসনে জাসদের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।