কমলনগরে টাকা ছাড়া দেয়া হচ্ছে না বিনামূল্যের বই
লক্ষ্মীপুর সংবাদদাতা- লক্ষ্মীপুরের কমলনগরের চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ে বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুলে নানাবিধ নির্ধারিত ফ্রি জমা না দিলে কোন শ্রেণির বই বিতরণ করছে না শিক্ষকরা এমন অভিযোগ করে শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের বই দিচ্ছে না স্কুলে শিক্ষকরা এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইজবুকে প্রচার হচ্ছে। ভিডিও থেকে জানা যায়, বছর শেষে শিক্ষার্থীদের সেশন ফ্রি ও আনুষঙ্গিক কিছু ফ্রি একসাথে নতুন বই নিতে স্কুলে জমা দিতে হবে। পুরো টাকা জমা না দিলে নতুন বই দেয়া হবে না। বিষয় অভিভাবকরা জানতে চাইলে স্কুলের সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের নির্দেশক্রমে পুরো টাকা ছাড়া বই দেয়া হবে না জানান। এতে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
অভিভাবকরা জানান, সরকার বিনামূল্যে সারা দেশে শিক্ষার্থীদের বই বিতরণ করছে। নতুন বছরে নতুন বই শিক্ষার্থীদের আনন্দ বাড়াবে। সেখানে চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ে টাকা ছাড়া বই দিচ্ছে। বিষয়টি স্কুলে গিয়ে জানতে পারি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক শিক্ষার্থীদের সেশন ও নানাবিধ ফ্রি নতুন বই নিতে একসাথে স্কুলে জমা দিতে হবে। টাকাগুলো একসাথে জমা না দিলে নতুন বই দেয়া হবে না। স্কুলের আশেপাশের গরীব এলাকা। এখানকার বেশিভাগই শ্রমিক-কৃষকের ছেলে-মেয়ে স্কুলে পড়ে। একসাথে অনেকগুলো টাকা জমা দিয়ে বই নেয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা সবগুলো টাকা জমা দিতে পারে না। কিছু টাকা নিয়ে আসলে বই দিচ্ছে না। সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের কথা বলে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করছে।
শিক্ষার্থীরা জানান, স্যারেরা আগে জিঙ্গাসা করেন কত টাকা আনা হয়ছে। টাকা কম আনলে বই আটক রেখে বাড়িতে টাকার জন্য পাঠান। তারপর টাকা আনলে বই দেন। এভাবে প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের সাথে এমন আচারন করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জানান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক তার খামখেয়ালি মত স্কুল পরিচালনা করছেন। স্কুলে কি হচ্ছে বা করতেছে কমিটির সাথে যোগাযোগ করছে না। তার খামখেয়ালিপনায় স্কুলে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, টাকা ছাড়া বই দেয়া হচ্ছে না বিষয়টি সত্য নয়। তিনি কাদের টাকা ছাড়া বই দেয়া হইনি প্রমান চেয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, টাকা ছাড়া বই দিচ্ছে না। বিষয়টি জানার পরে স্কুলে গিয়ে তদন্ত করা হয়। জানা যায়, স্কুলে সেশন ফ্রি এবং স্কুল কেন্দ্র কিছু আনুষঙ্গিক ফ্রি নিয়ে শিক্ষার্থীদের নতুন বই দেয়া হচ্ছে। কিছু শিক্ষার্থী সেশন ফ্রি জমা দিতে না পারায় প্রধান শিক্ষকের অনুমতিক্রমে সহকারি শিক্ষকরা বই বিতরন করেনি।