লক্ষ্মীপুর-৪ আসনের নৌকার নমিনেশন পাওয়ায় আনন্দ মিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নৌকা প্রতিকে নমিনেশন পাওয়ায় কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফরিদুন নাহার লাইলী’র পক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার সন্ধ্যায় উপজেলার হাজির হাট বাজারে বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল স্থলে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এড. একেএম নুরুল আমিন রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেলসহ প্রমুখ। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে চৌধুরী বাজার আমন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফরিদুন নাহার লাইলী নৌকা প্রতিকে মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে প্রচার-প্রচারণা করতে দেখা যায়।
ভী-বাণী /ডেস্ক/আমু