বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে বিএনপি’র একই নেতার তিনস্থান দখল, হলেন কমিটির আহবায়ক
কমলনগরে বিএনপি’র একই নেতার তিনস্থান দখল, হলেন কমিটির আহবায়ক
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন বিএনপি’র এক নেতার তিনস্থান দখল করে কমিটির আহবায়কের পদ দখল করেন। এতে স্থানীয় নেতা-কর্মীদের মধ্য চরম ক্ষোভ দেখা যাচ্ছে।
উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পাটোয়ারী হাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক তালুকদারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন স্থানীয় নেতারা।
কমিটির আহবায়ক আবদুর রাজ্জাকের বাড়ি হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি ভোটার চর ফলকন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এবং আহবায়ক হন পাটোয়ারী হাট ইউনিয়নে। তার শিক্ষাগত যোগ্যতায় তিনি ৫ম শ্রেণি পাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি প্রকাশ হলে বিতর্ক শুরু হয়। এতে ওই ইউনিয়নের অধিকাংশ বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন স্বাক্ষরিত ২৯ আগস্ট রাতে একটি কমিটি ঘোষণা দেন। উপজেলার পাটোয়ারী হাট ইউনিয়নে আবদুর রাজ্জাক তালুকদারকে আহবায়ক এবং কয়েকজনকে যুগ্ম আহবায়ক ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ওই কমিটির আহবায়ক আবদর রাজ্জাক তালুকদার দীর্ঘদিন হাজিরহাট ইউনিয়নের ৪ ওয়ার্ডের নিজ বাড়িতে বসবাস করছেন। যদিও তিনি ভোটার চরফলকন ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে। তাকে চর ফলকন ইউনিয়নে সিনিয়র সহ-সভাপতি করা হয় গত বিএনপির কমিটিতে। কিন্তু একই ব্যক্তি তিন জায়গায় ভিন্ন রকম থেকে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলে আহবায়ক হয় কিভাবে এমন প্রশ্ন স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীদের..। আহবায়ক আব্দুর রাজ্জাক তালুকদারকে নিয়ে বিএনপিতে চরম ক্ষোভ, হতাশা প্রকাশ করেন।
চলমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও কিছু সদস্যরা জানান, কিভাবে বিএনপির মত গুরুত্বপূর্ণ দল তিন জায়গায় থাকা একই ব্যক্তিকে নেতা নির্বাচিত করেন..? দীর্ঘ দিন দল ক্ষমতার বাহিরে রয়েছে। অথচ কিছু খাম-খেয়ালি ব্যাপার নিয়ে এমন আহবায়ক কমিটি করেন। বিষয়টা হাস্যকর ও লজ্জাজনক। এমন লজ্জাজনক কমিটিতে থাকার ইচ্ছে নেই। দ্রুত কমিটি বিলুপ্ত চান তারা।
এ বিষয়ে পাটোয়ারিহাট ইউনিয়নের আহবায়ক আবদুর রাজ্জাক তালুকদার বলেন, নদী ভাঙনের পর তিনি সাময়িক হাজিরহাট ইউনিয়নে বসবাস করছেন। চর ফলকন ইউনিয়ন থেকে ভোটার তালিকা সংশোধন করে পাটোয়ারিহাট ইউনিয়নে স্থানান্তরের চেষ্টা চলছে।
উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম কাদের জানান, দীর্ঘদিন তাদের পরিবার পাটোয়ারী হাট ইউনিয়নে বসবাস করছে।তবে নদী ভাঙনে তারা উপজেলার বিভিন্ন এলাকায় বসবাস শুরু করে। দলের সিদ্ধান্তে তাকে পাটোয়ারী হাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক করা হয়।