কমলনগরে ‘হাজির হাট ক্লাব’ কমিটি অনুমোদন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে “হাজির হাট ক্লাব” কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার(২৭ আগস্ট) ক্লাব প্যাডে ফাহাদ আল মাহমুদ খবির স্বাক্ষরিত কমিটি অনুমোদন করা হয়। সভাপতি আব্দুল্লাহ আল মামুন রায়হান ও সাধারণ সম্পাদক সোহেল রানা (সর্দার)কে করা হয়।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম রিফাত, দপ্তর সম্পাদক মো.ইমরান হোসেন, সহ-সভাপতি মো.ইউছুফ নেতা, শাহাব উদ্দিন রাসেল, ইফতেখার সজিব, সহ-সাধারণ সম্পাদক মো.জোবায়ের হোসেন, কাজী রিয়াজ, ইমরান হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন রিপনসহ অন্য সদস্যরা রয়েছে। ৩৮ সদস্য বিশিষ্ট্য কমিটি অনুমোদন করা হয়।
সভাপতি আব্দুল্লাহ আল মামুন রায়হান, সম্পাদক সোহেল রানা বলেন, হাজির হাট ক্লাব সামাজিক সংগঠন। এখানে সামাজিক উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করা হয়। পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থাকে সচল রাখতে কাজ করছে হাজিরহাট ক্লাব। খেলা-ধুুলায় ব্যাপক ভূমিকা রাখবে হাজির হাট ক্লাব। “হাজিরহাট ক্লাব” এর সর্বাত্ত্বক মঙল কামনা করছি।
ভী-বাণী/ডেস্ক