শনিবার, ২৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমলনগরে জমি বন্টন বিরোধে মিথ্যা মামলায় হয়রানি’র অভিযোগ
কমলনগরে জমি বন্টন বিরোধে মিথ্যা মামলায় হয়রানি’র অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে জমি বন্টন বিরোধকে অন্যদিকে ঘুরাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন অভিযুক্তরা। সত্যকে গোপন করে মিথ্যা, সাজানো মামলায় বাদিপক্ষ হয়রানি করছে অভিযোগ করেন মামলায় অভিযুক্ত আসামীরা। উপজেলার উত্তর চর লরেন্স ফজল করিম হাওলাদার বাড়ি জমি সংকান্ত বিষয়ে মামলায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো.মোশারেফ হাওলাদার দাবি করেন, জমি সংকান্ত বিরোধের জের ধরে শুধু শুধু মিথ্যা, সাজানো মামলায় তাদের ফাঁসানো হচ্ছে। তারা (বাদি) চলমান মিথ্যা বিভিন্ন সূত্রের অপকৌশল অবলম্বনে বানোয়াট মামলা দাখিল করেন। বাদী পক্ষ প্রবাসে চলমান দূর্ঘনায় শিকার হয়ে আহত ব্যক্তিকে সাক্ষী এবং প্রতিপক্ষ বানিয়ে মামলার এজাহার দাখিল করেন আসামীদের হয়রানি করছে।
তিনি আরও দাবি করেন, উত্তর চর লরেঞ্চ গ্রামের মৃত ফজল করিম হাওলাদালের ছেলে আব্দুল আজিজ ও আব্দুর রাজ্জাকের মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ির জমি বন্টন নিয়ে বিরোধ চলছে। জমি সংকান্ত জেরে আবদুল আজিজের ছেলে প্রবাসী গাড়ি চালক নুরুল আমিন সৌদি আরব থেকে রাজ্জাককে ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর মধ্যে নুরুল আমিন ড্রাইভিং করা অবস্থায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনার শিকার হন। সে দুর্ঘটনায় সৌদি আরবের সেনা বাহিনীর দুই সদস্য নিহত হন। নুরুল আমিন নিজেও গুরতর আহত হয়। তার একটি হাত ভেঙ্গে যায়। তিনি হাসপাতালে চিকিৎসাদিন ছিলেন। পরে তিনি দেশে প্রেরত আসেন। সেখানে হাত ভাঙা এবং অসুস্থতাকে দেশের চলমান হাসপাতালে চিকিৎসা দেখিয়ে মিথ্যা, বানোয়াট, সাজানো মামলা দায়ের করে হয়রানি করছে দাবি করেন অভিযুক্তরা।
অন্য অভিযুক্ত আব্দুর রাজ্জাক দাবি করেন, তার দু’ছেলে বিদেশে থাকে। দীর্ঘদিন প্রতিপক্ষ মানিক, নুরুল আমিন, আব্দুল মতিন, আব্দুল আজিজ জমি সংকান্ত দখল বিষয়ে হুমকি-ধমকি ও প্রাণ নাশের ধমক দিচ্ছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে হয়রানি করছে। চলমান ঘটনার বাদীপক্ষের মারধরে ভাই-ভাতিজারা মিমাংসা করতে আসলে তাদেরও হামলা-মামলা শিকার করছে। তিনি মিথ্যা, সাজানো মামলার সুষ্ঠু বিচার দাবি করেন। মামলা, কমলনগর থানা-৩২/২৩ইং
মামলার বাদী মো.মানিক দাবি করেন, অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করেন। জমি সংকান্ত মামলা আদালতে চলমান রয়েছে। মারামারি ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করতে আসামীরা মিথ্যা কথা বলছে। তারা সম্পূর্ণ দোষী। তাদের বিচার দাবি করছি।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ সোলাইমান বলেন, মারামারি বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তার চলমান রয়েছ