অভিনয়ে দর্শক প্রশংসায় তমা মির্জা
বিনোদন ডেস্ক : খুব কম সময়ে দেশিয় চলচ্চিত্র অভিনয়ে দর্শক প্রশংসা কুড়াচ্ছে তমা মির্জা। একের পর এক ছবি, ওয়েভ সিরিজে অভিনয় করে তাক লাগাচ্ছেন দর্শক মনে। জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকা তমা মির্জা। গত বছর এবং চলতি বছরে বড় বাজেটের অনেকগুলো ছবিতে অভিয়ন করেন।
চলতি বছরে রায়হান রাফি’র সুড়ঙ্গ ছবিতে অভিনয়ে ব্যাপক সাড়া পেলতে যাচ্ছে দর্শক মনে। এতে অভিনয় করছে নাট্য অভিনেতা আফরান নিশো..
তমা মির্জা দ্য ডেইলি ভোরের বাণীকে বলেন, সুড়ঙ্গ দর্শক মনে ব্যাপক সাড়া পেলবে। আপাতত সুড়ঙ্গ ছবি নিয়ে ভাবছি। সব ব্যস্ততা সুড়ঙ্গ ছবি। দারুন গল্প পেলে অভিনয় চালিয়ে যাবো।
সুড়ঙ্গ ছবি বেশির ভাগ কাজ হয়েছে গহিন সুড়ঙ্গের ভিতরে। অনেক অন্ধকার ছিল। সুড়ঙ্গ চ্যালেজিং ছিল। সুড়ঙ্গ দারুন এবং দেখার মত গল্পের ছবি।