রবিবার, ৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » নদ-নদী | প্রশাসন | বিবিধ » রামগতিতে গুদামঘর থেকে লক্ষাধিক চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত
রামগতিতে গুদামঘর থেকে লক্ষাধিক চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি : জাটকা রক্ষায় মেঘনা নদীতে চলছে টানা দু’মাস অভিযান। নিষেধাজ্ঞায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তথ্যমতে, উপজেলার কিছু স্থান থেকে আলামতসহ প্রায় লক্ষাধিক চিংড়ি পোনা আটক করে অবমুক্ত করা হয়।
শনিবার (৮এপ্রিল) সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন, পুলিশ ও আনসার সদস্যগণ।
নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী বলেন, মেঘনা নদীতে সকল ধরণের মাছ ধরা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রাতের আধাঁরে অসাধু জেলেরা মাছ ধরতে যান। খবর পেয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল ও মোবাইল কো্ট পরিচালনা করা হয়। এসময়, উপজেলার চর রমিজ ইউনিয়নের মেঘনার তীরবর্তী ওছাখালী এলাকায় চিংড়ি রেণুর দুটি আড়ৎ থেকে ৮০টি প্লাস্টিকের কন্টিনারে ভর্তি প্রায় এক লক্ষ পিস গলদা চিংড়ি পোনা, ১৫টি চাড়ি (পোনা রাখার পাত্র) জব্দ করা হয়।
তিনি আরও জানান, লক্ষাধিক চিংড়ি পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে এবং পাত্রগুলো জব্দ রাখা হয়। নিষেধাজ্ঞা মানার জন্য বিভিন্ন মাছঘাটে অভিযানের পূর্বে সচেতনতামূলক সভা, জেলেদের সর্তকতা এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল ও জরিমানার বিষয়ে প্রচার করা হয়েছে। প্রতিদিন কোর্ট পরিচালনা, কোস্ট গার্ড ওনৌ-পুলিশের টহল রয়েছে।
প্রসঙ্গত, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।