সোমবার, ২০ মার্চ ২০২৩
প্রথম পাতা » প্রশাসন » লক্ষ্মীপুরে সাধারণ মানুষের পাশে থাকতে চায় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ
লক্ষ্মীপুরে সাধারণ মানুষের পাশে থাকতে চায় পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ
লক্ষ্মীপুর প্রতিনিধি : বিট পুলিশিং ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান জেলা পুলিশ সুপার মো.মাহফুজ্জামান আশরাফ।
মো.মাহফুজ্জামান আশরাফ বলেন, লক্ষ্মীপুর জেলা হবে অপরাধমুক্ত। সকল ধরণে মাদক ও নৈরাজ্য নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ। সাধারণ জনগনের পাশে তিনি থাকতে চান তিনি। পুলিশ জনগনের বন্ধু। মানুষের সেবাই নিয়োজিত। যতদিন তিনি দায়িত্বে রয়েছেন কাজ করে যাবেন।
জেলার চন্দ্রগঞ্জের পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পে আয়োজিত বিট পুলিশিং সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এসমঢ উপস্থিত ছিলেন, ডিআইও-০১এ কে এম আজিজুর রহমান মিয়া, অফিসার ইনচার্জ মোঃ তহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ, কাউন্সিলরবৃন্দ, ইমাম ও মোয়াজ্জিন পরিষদ, পূজা উদযাপন কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটি এবং রাজনীতিক নেতৃবৃন্দসহ প্রমুখ। আইন শৃঙ্খলা রক্ষায় ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
পুলিশ সুপার মো.মাহফুজ্জামান আশরাফ যোগদানের পর থেকে জেলার আইন শৃঙ্খলায় ব্যাপক পরিবর্তন হয়েছে। জেলার প্রতিটি থানায় সাধারণ মানুষ সহজভাবে সেবা নিতেছে। এদিকে তিনি জেলার প্রতিটি অপরাধ স্ব-শরীরে তদন্ত করেন। তিনি সাধারণ মানুষের নজর কেড়েছেন।