কমলনগরে ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করেন উপজেলা প্রশাসন। মঙলবার (০৭ মার্চ) সকালে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী, জেলা সহকারী পুলিশ সুপার ( রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সোলাইমান, আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর, নির্বাচন কর্মকর্তা মো.জায়েদ হোসাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মো. সফিক কমান্ডার, মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, হিসাবরক্ষক কর্মকর্তা মো.মহি উদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস’র সভাপতিত্বে সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোরশেদ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ ছিল মুক্তির চেতনা উজ্জ্বল দাবানল। যার শক্তি ছিল দেশের আপাময় জনগনকে মুক্তির সংগ্রামে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে সহযোগিতা করবে। বঙ্গবন্ধুর ভেবেছিলেন, ৭ মার্চ রেসকোর্স ময়দানে মানুষের ঢল নামবে। সেটাই হয়েছিল। সেই দিন বঙ্গবন্ধুর কণ্ঠে বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে জেগে ওঠেছিল। ৭ মার্চে বঙ্গবন্ধু বাঙালি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন। তাই তো বাংলার দামাল ছেলেরা ৯ মাস যুদ্ধ করার মনোবল পেয়েছিল। ৭মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির প্রধান হাতিয়ার ছিল এবং বাঙালি জাতির স্বাধীন চেতনায় মুক্ত হলো।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।