রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রশাসন » ক্লুলেস হত্যার রহস্য উদঘাটনে সম্মাননা স্মারক পেলেন ওসি সোলাইমান
ক্লুলেস হত্যার রহস্য উদঘাটনে সম্মাননা স্মারক পেলেন ওসি সোলাইমান
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে থানা ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোলাইমান পেলে সম্মাননা স্মারক। সম্মাননা স্মারক প্রধান করেন, জেলা পুলিশ সুপার(এসপি) মো.মাহফুজ্জামান আশরাফ।
মুহাম্মদ সোলাইমান বলেন, উপজেলা চর লরেন্স ইউপি’র নবীগঞ্জ চৌধুরী বাজার এলাকার খালের পাড়ে অজ্ঞাত একটি মরদেহ পাওয়া য়ায়। পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ স্যারকে জানানো হলে তিনি এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা গেলেও হত্যার কোন ক্লু বা রহস্য পাওয়া যায়নি। কে বা কারা হত্যাটি করেছে তার কোন তথ্য হদিস মিলেনি। তবে প্রাথমিক ধারণা এটি একটি হত্যা ছিল।
মরদেহটি উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মনির মাষ্টার বাড়ির আবুল বাসারের ছেলে অটো রিকসা চালক মো. ইস্রাফিল(১৮) ছিল। মৃত ইস্রাফিলের পিতা আবুল বাশার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১,তারিখ ছিল ১৯-০১-২৩, ধারা ছিল ৩৯৪/৩০২ পেনাল কোডে মামলাটি রুজু করেন। মামলাটি তদন্তের জন্য দেয়া হয় পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মো.জাফর আহম্মদকে।
মামলাটি তদন্ত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়। দীর্ঘদিন জটিল ও ক্লুলেন্স তদন্তের পর গত ১৩ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৩.০০ টায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জেলা সদর থানাধীন টুমচর এলাকা হইতে বেলাল হোসেন(২৭) পিতা -মৃত তোফায়েল আহাম্মদ, মাতা- রেজিয়া বেগম, সাং কালিরচর, বর্তমান মধ্য টুমচর মকবুল আহাম্মদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় হত্যা আলামত হিসেবে অটো রিকসা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী বেলালকে জিজ্ঞাসাবাদে সে জানান,গত ১৮-০১-২০২৩ খ্রি. রাত অনুমান সাড়ে ১০ টার সময় উদ্ধারকৃত অটোরিক্সা তার সৎভাই মোঃ ইউসুফ ও জনৈক রুবেল দ্বয় ভবানগীগঞ্জ চৌরাস্তায় এসে তার নিকট ৪০,০০০/-টাকায় বিক্রি করে। তার তথ্যের ভিত্তিতে আসামী মোঃ ইউসুফকে গ্রেফতারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নের্তৃত্বে অফিসার ফোর্সসহ সিএমপি চট্টগ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতারের চেষ্টা করেন।
অন্যদিকে অপর আসামী মোঃ রুবেলকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপারের দিক-নির্দেশনায় তাৎক্ষনিকভাবে অপর একটি টিম অফিসার ইনচার্জ কমলনগর থানার নেতৃত্বে কমলনগর থানার চরলরেঞ্চ এলাকা হইতে তদন্তে প্রকাশিত আসামী মোঃ রুবেল(৩০), পিতা-হোসেন আহাম্মদ, সাং-চরলরেঞ্চ, ৫নং ওয়ার্ড, আব্দুর রব সর্দার বাড়ী, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করে।
পরিশেষে, তিনি জানান, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এর সঠিক দিক-নির্দেশনা ক্লুলেস হত্যার রহস্য উদঘাটনে প্রধান আসামী গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করা হয়। এই হত্যার রহস্য ছিল খুবই জটিল যা সম্পূর্ণ অগোচরে ছিল। প্রাথমিক তদন্তে কোন ক্লু বা তথ্য ধরা পরেনি। সম্পূর্ণ প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন চিন্তা-চেতনায় রহস্য উদঘাটন করা হয়েছে। এই ক্লুলেস হত্যার রহস্য উদঘাটনে দিক নির্দেশনা এবং সম্মাননা স্মারক প্রধানে জেলা পুলিশ সুপার মো.মাহফুজ্জামান আশরাফ কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
ভী-বাণী /ডেস্ক