শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
Bhorer Bani
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » লক্ষ্মীপুরে আ.লীগ কার্যালয়ে হামলা, আসামি বিএনপি’র ১৮৬ নেতা-কর্মী, সাবেক এমপি’র নিন্দা
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » লক্ষ্মীপুরে আ.লীগ কার্যালয়ে হামলা, আসামি বিএনপি’র ১৮৬ নেতা-কর্মী, সাবেক এমপি’র নিন্দা
৪০৬ বার পঠিত
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে আ.লীগ কার্যালয়ে হামলা, আসামি বিএনপি’র ১৮৬ নেতা-কর্মী, সাবেক এমপি’র নিন্দা

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলা ও ভাংচুরে বিএনপি’র নেতা-কর্মীরা জড়িত নয় দাবি করেন সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দীন নিজান এবং জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। তারা মিথ্যা ও বানোয়াট মামলা তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা দাবি করেন, সিএনজি চালিত অটোরিকশার চাঁদা উঠানো নিয়ে আওয়ামী লীগের দলীয় কোন্দলেই তাদের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে রামগতি পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফু এ মামলা দায়ের করেন। হামলায় তিনি আহত হন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা বিএনপি’র দাবি, সিএনজি চালিত অটোরিকশা চাঁদা উঠানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কার্যালয়ে তাদের নিজেদের লোকজনই হামলা চালিয়েছে। এটি তাদের দলীয় কোন্দালের কারণে ঘটেছে। হয়রানি করার উদ্দেশ্যেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, রোববার (১১ ডিসেম্বর) রাত সোয়া ১১ টার দিকে শ্রমিক লীগ নেতা মাফু আলেকজান্ডার বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে বসা ছিল। এসময় হঠাৎ বিএনপি লোকজন এসে কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। একপর্যায়ে মাফুকে এলোপাতাড়ি মারধরে আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে মাফুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। কোন কারণ ছাড়াই অতর্কিতভাবে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আহত মাফু বাদী হয়ে মামলা দায়ের করেন।

উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল উদ্দিন বলেন, সিএনজির চাঁদা উঠানো নিয়ে আওয়ামী লীগের দলীয় কোন্দলেই তাদের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এখন আমাদের নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে। আমাদের অধিকাংশ নেতাকর্মীই ঢাকায় আছেন। আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনায় আমাদের কোন নেতাকর্মী জড়িত নয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, হামলার ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভী-বাণী /ডেস্ক/ এএইচ এম



আর্কাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুরে যুবলীগের তারুণ্যর জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভা
সরিষাবাড়ীতে জনতার সাথে মতবিনিময় করেন প্রকৌশলী মাহবুব হেলাল
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা