রাস্তায় দৌড়াচ্ছে আর্জেন্টাইন পতাকা
খেলাধুলা ডেস্ক : বিশ্বের ৩২ ফুটবল প্রেমী দেশ নিয়ে শুরু হয়েছে জ্যাঁকজমক ও নান্দনিক আয়োজনে কাতার ফুটবল বিশ্বকাপ। হাজার মাইল দুরে মধ্য প্রাচ্যের দেশ কাতার। বিশ্ব কাপ নিয়ে তাদের আয়োজনের কমতি নেই। ইতিহাস সর্বোচ্চ আয়োজন করেছে মধ্য প্রাচ্যের দেশ কাতার। উদ্বোধনী অনুষ্ঠান ছিল ইতিহাস গড়ার রাজ সাক্ষী।
কাতার বিশ্বকাপে সবসময়ের মতো বরাবরই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থনে এগিয়ে বাংলাদেশ। বিশ্বকাপ জুড়ে পাগলা সমর্থনদের আয়োজনে ভরপুর বাঙালি জাতি। বিশ্বকাপ শুরু হলে দেখা যায়, বিশাল বিশাল দেশ সমর্থনে পতাকা, পতাকায় মোড়ানো বাড়ি, গাড়ি, রিকসা এমন কি নিজের শরীরের পর্যন্ত ট্যাটু অংক।
প্রতিনিয়ত দেখা দেখা যাচ্ছে দেশের অলিগতিলে বিভিন্ন দল সমর্থনে পতাকা ও র্যালী।
দু’বেলা, দু’মুঠো খেতে পারছে না। অথচ হাজার টাকা খরচ করে দল সমর্থনে বিশাল আয়োজন। এমনি এক বিরল দৃশ্য চোখে পড়ল লক্ষ্মীপুরের কমলনগরে। রাস্তায় দৌড়াচ্ছে মেসির দল আর্জেন্টিনা সমর্থনে পতাকা অংক রিকসা। পুরো রিকসাকে আর্জেন্টাইন পতাকায় রাঙানো হয়েছে। শখ আর ফুটবল ভালোবাসায় এক অন্যন্য দৃশ্য। মনে হয় পুরো আর্জেন্টিনা দেশ রিকসায় বন্ধি।
কথা হয় আর্জেন্টিনা পতাকা অংক করা রিকসার মালিক মো.সবুজের সাথে..তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। ছোট বেলা থেকে মেসি খেলা ভালো লাগে এবং আর্জেন্টিনা দল সমর্থন করি।
তিনি খুব সামান্য টাকা আয় করেন। সারা দিনে তার আয় হয় ৭-৮ শত টাকা। যা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। কিন্তু শখের তোলা আশি টাকা…। প্রায় ৪ হাজার টাকা খরচ করে পুরো রিকসাকে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা অংক করেন। রিকসা নিয়ে রাস্তায় চলতে তার খুব ভালো লাগে।
রিকসায় আর্জেন্টিনার পতাকা আঁকাতে অনেকেই বিভিন্ন কথা বলছে। আবার অনেকে পাগল বলতেছে। যারা অন্যদল সমর্থন করে তারা বেশি ক্ষ্যাপাচ্ছে। এতে তিনি বিচলিত নন।
আর্জেন্টিনা প্রথম ম্যাচ সৌদি আরবের সাথে হারার পর খুব কষ্ট পাইছি। পরের ম্যাচ মেক্সিকোর সাথে এবং পোল্যান্ডের সাথে জিতার পর খুব খুশি ও ভালো লাগলো। মেসির খেলা খুব ভালো লাগে। ডি-মারিয়ার খেলোও ভালো। এবারে বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনা কাপ জিতবে এমনটাই আশা করছি।
সবুজের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামে তাজুল ইসলামের পুত্র। তিনি ছোট বেলা থেকে দৈনন্দিন কাজ এবং রিকসা চালিয়ে জীবিকা চালায়।
এরআগে কমলনগরে আর্জেন্টিনা সমর্থনে আনন্দ র্যালী উপজেলার তোরাবগন্জ থেকে মুল সড়কে প্রদক্ষিণ হয়ে করুনানগর বাজারে গিয়ে শেষ হয়। এতে প্রায় শত মোটরসাইকেল, ট্রাক ও কার অংশগ্রহন করেন। এসময় আর্জেন্টাইন সমর্থকরা উপস্থিত ছিলেন।
কাতার বিশ্বকাপে ৩২ দলের মধ্যে ১৬ দল যাবে পরবর্তি রাউন্ডে এবং শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।
ভী-বাণী /ডেস্ক/আমু