রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা | রাজনীতি | সারাদেশ » মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক হাসিব রসি
মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক হাসিব রসি
ঢাকা ডেস্ক : ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রথম সাংগঠনিক সম্পাদক হলেন হাসিব উদ্দিন রসি। তিনি বিএনপি সরকারের আমলে একতরফা নির্বাচনী আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু বরণ করা আব্দুল আলীমের সন্তান। তার বাবা আব্দুল আলীম তৎকালীন সময়ে ঢাকার লালবাগের ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার বাবার মৃত্যুর সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু রসিকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়েছিলেন।
হাসিব উদ্দিন রসি ছাত্রলীগের তৃণমূল কর্মী ছিলেন। তিনি কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর উত্তর থানা ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক ও পরবর্তীতে সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
হাসিব উদ্দিন রসি বলেন, তিনি ছাত্রলীগের রাজনীতিতে সততা ও নিষ্ঠার সাথে রাজপথে দায়িত্ব পালন করেন। তাকে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় দল ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং রাজপথে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা রাখতে চান।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সভাপতি কামরুল হাসান রিপন ও সম্পাদক তারিক সাঈদকে নির্বাচিত করা হয়েছে। এসময়, সাংগঠনিক সম্পাদক রসি কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
ভী-বাণী /ডেস্ক/ রিংকন