লক্ষ্মীপুর জেলায় প্রথম নারী জজ নিশি ও বুলবুল
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় প্রথম নারী জজ নিশি। স্কুল শিক্ষকের মেয়ে নিশি, বুলবুল তিনিও স্কুল শিক্ষকের পুত্র। তারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ পরীক্ষায় নিয়োগ পান। এদের মধ্যে জেলার কমলনগর উপজেলার স্কুল শিক্ষক আবদুল মালেকের মেয়ে আরিফিন সুলতানা নিশি ও স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম বুলবুল। তারা বিচার (সহকারী জজ) হওয়ার গৌরব অর্জন করেন। বৃহস্পতিবার বিকেলে ১৪তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফলে তারা এ গৌরব অর্জন করেন।
এদের মধ্যে লক্ষ্মীপুর জেলার প্রথম নারী বিচারক (সহকারী জজ) হলেন আরিফিন সুলতানা নিশি। তিনি নিশি উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের উত্তর চর লরেঞ্চ গ্রামের বাসিন্দা। তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ফয়েজ আহমেদ দিপু সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে, আমিনুল ইসলাম বুলবুলের বড় বোন উপজেলা তথ্য আপা প্রকল্প কর্মকর্তা শাহানা ইসলাম বুলবুলের বিষয়টি নিশ্চিত করেন।
আমিনুল ইসলাম বুলবুলের পিতা নুরুল ইসলাম হাজিরহাট মিল্লাত একাডেমীর সাবেক প্রধান শিক্ষক এবং পাটারীরহাট ইউনিয়নের চর ফলকন গ্রামের বাসিন্দা।
আরেফিন সুলতানা নিশি ২০১২ সালে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি, ২০১৪ সালে নোয়াখালী সরকারি কলেজ থেকে একই বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে স্নাতক সম্মান শ্রেনীতে ভর্তি হন।
এদিকে আমিনুল ইসলাম বুলবুল ২০১২ সালে হাজিরহাটি মিল্লাত একাডেমি থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ঢাকার নর্দান স্কুল এন্ড কলেজ থেকে একই বিভাগে থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্মানে ভর্তি হয়ে শেষ করেন। নিশি ও বুলবেুলের এ গৌরব উজ্জল ফলাফল প্রকাশিত হলে স্থানীয়রা তাদের কে অভিনন্দন ও আনন্দ পরিলক্ষিত হয়।
ভী-বাণী /ডেস্ক / আমু