বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » বিবিধ » লক্ষ্মীপুরে স্কুল এন্ড কলেজের সভাপতিকে হত্যার হুমকিতে মানববন্ধনে শিক্ষার্থীরা
লক্ষ্মীপুরে স্কুল এন্ড কলেজের সভাপতিকে হত্যার হুমকিতে মানববন্ধনে শিক্ষার্থীরা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের সভাপতি এড. আবুল খায়েরকে হত্যার হুমকি ও তার ছেলে আশিকুল হক সুখন এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।
বুধবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার হাজিরহাট বাজারে মানববন্ধন ও র্যালির আয়োজন করেন তোয়াহা স্মৃতি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এড. আবুল খায়ের জানান, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আশিকুল হক সুখনের উপর পারিবারিক শত্রুরার জেরে সন্ত্রাসী কায়দায় সবুজ ও বিপ্লব হামলা করে। পরে তিনি বাড়িতে এসে বিষয়টি নিয়ে কথা বললে তাকেও বিভিন্ন ভাবে হত্যার হুমকি-ধমকি দেয়।
তিনি আরও জানান, পারিবারিকভাবে জমি-জমা সংকান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন তাদের সাথে সমস্যা চলছে। এ সমস্যার জেরে বাজারে লোকালয়ে তার ছেলের উপর তারা হামলা চালায়। এই বিষয়টি প্রশাসন ও স্থানীয় থানায় জানানো হয়েছে। তিনি প্রশাসনের কাছে বিচারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক শাহানা বেগম চিনু, বর্তমান প্রধান শিক্ষক এ কে এম জাহিদ বিল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, প্রভাষক মীর হোসেন মারুফ, প্রভাষক নুর আলমসহ প্রমুখ।
সবুজ ও বিপ্লব জানান, স্কুল সভাপতিকে হুমকি দেয়ার বিষয়টি মিথ্যে -বানোয়াট। পারিবারিভাবে জমি-জমা নিয়ে তাদের সাথে দীর্ঘদিন বিরোধ চলছে। পারিবারিক বিষয় নিয়ে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এখানে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে তাদের কোন বিরোধ নেই। এটা সম্পূর্ণ পরিবারকেন্দ্রিক বিষয়।
কমলনগর থানা অফিসার মো. মোসলেহ্ উদ্দিন বলেন, দু-পক্ষই থানা এসে বিষয়টি জানিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ভী-বাণী/ডেস্ক/আমু