বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
কমলনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় “মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এ প্রতিপাদ্য ধারণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ সেবা চলবে আগামী ১০ নম্ভেবর পর্যন্ত।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ সাপ্তাহের প্রথম দিনের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বিজয়।
কমলনগর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ইনচার্জ আবু জাফর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিনিয়র সদস্য আবু সাইদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন, কমলনগর কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন, কমলনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, কমলনগর কলেজের প্রভাষক আমজাদ হোসেন আমু, ফজলুল হক, সাংবাদিক সৈয়দ মোঃ ফয়েজসহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ, হাজিরহাট বণিক সমিতির সহ সভাপতি অহিদুর রহমান, ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন, মো. সবুজ সহ কলেজ শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সেবাকে কিভাবে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানো যায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরতে হবে। ফায়ার সার্ভিস সেবা শুধু আগুন নিবারণের জন্য নয়, এটা সিভিল ডিফেন্স সহ যাবতীয় কাজ করে থাকে। এছাড়াও তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণে ব্যবস্থা করতে হবে। তাহলে জনগণ উপকৃত হবে।