বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
প্রথম পাতা » বিবিধ » স্যানেটারি ইন্সপেক্টর অভিযানে নিম্মমানের পণ্য জব্দ ও ধ্বংস
স্যানেটারি ইন্সপেক্টর অভিযানে নিম্মমানের পণ্য জব্দ ও ধ্বংস
লক্ষ্মীপুর প্রতিনিধি : ভেজাল, মেয়াদোত্তীর্ণ, পচাঁ, ভাসি খাবার বা পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এসব পণ্য ধ্বংস করছেন লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো.রিয়াজ।
তিনি উপজেলায় প্রতিটি হাট-বাজারে মেয়াদোত্তীর্ণ, নিম্মানের খাদ্য ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখেন। প্রতিনিয়ত জনস্বাস্থ্য সেবায় প্রতিটি দোকানে এ অভিযান পরিচালনা করছেন।
জানা গেছে, রামগতি ও কমলনগর উপজেলার প্রতিটি হাট-বাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ও নিন্মমানের খাদ্যদ্রব্য মজুদ রাখে এবং তা জনসাধারণের নিকট বিক্রি করে থাকে। ফলে ওইসব খাদ্য গ্রহন করে মানুষ মারাত্বক রোগে আক্রান্ত হয়।
এসব নিন্মমানের খাদ্য দ্রব্য, ভেজাল পণ্য জব্দ করে এবং তা নিরাপদ আইন অনুযায়ী তা জনসম্মুখে ধ্বংস করা হয়। বিশেষ করে রামগতির জমিদার হাট, আজাদ নগর, চৌধুরী বাজার, রামদয়াল বাজার, আলেকজান্ডার আশ্রম বাজার, খায়ের হাট, রামগতি বাজারসহ বিভিন্ন বাজার।
এদিকে কমলনগরের হাজিরহাট, ফজুমিয়ার হাট, তোরাবগঞ্জ, মুন্সির হাটসহ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব স্থানে স্বাস্থ্যসম্মত গরু-খাসির মাংস দোকান পরিদর্শন, বিভিন্ন বেকারী পরিদর্শন, মিষ্টি তৈরি কারখানা, দধি তৈরি কারখানাসহ খাদ্য সংশ্লিষ্ট কারখানা গুলো পরিদর্শন করেন স্যানেটারী ইন্সপেক্টর।
বৃহস্পতিবার সকালে (২৯ জুলাই) স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রিয়াজ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করি, এতে প্রচুর পরিমান মেয়াদোত্তীর্ণ পণ্য, নিন্মমানের খাদ্র দ্রব্য, খাবারে রংমিশ্রিত পণ্য, অস্বাস্থ্য সম্মত খাদ্য জব্দ করি। এবং এসব জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করছি। তবে প্রত্যেক মালিক কর্মচারীদের এসব নিরাপদ খাদ্য আইন সম্পর্কে আলোচনা করি এবং তাদের সচেতন ও সাবধান করে দিচ্ছি।
পরবর্তীতে যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং নিরাপদ খাদ্য আইন অমান্য না করে। সে বিষয়ে পরামর্শ দিচ্ছি। এবং এ অভিযান চলমান থাকবে।