শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Bhorer Bani
সোমবার, ২৮ জুন ২০২১
প্রথম পাতা » প্রশাসন | সারাদেশ » এবার আলোকিত হবে লক্ষ্মীপুরের আন্দারমানিক
প্রথম পাতা » প্রশাসন | সারাদেশ » এবার আলোকিত হবে লক্ষ্মীপুরের আন্দারমানিক
৭৬৫ বার পঠিত
সোমবার, ২৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার আলোকিত হবে লক্ষ্মীপুরের আন্দারমানিক

 ---

লক্ষ্মীপুর প্রতিনিধি : অপরাদ প্রবনতা রোধে নির্মিত হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক গ্রামে পুলিশ ক্যাম্প। সদর মডেল থানার অধীনে এ গ্রামটি কমলনগর, চন্দ্রগঞ্জ থানা ও নোয়াখালী জেলার সীমানাবর্তী। থানা থেকে এ গ্রামের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত।

এ জন্য অপরাধীরা খুব সহজেই অপরাধ করে পালিয়ে যেতে পারে। তবে এবার জনমনে স্বস্তি ফিরছে। শুরু হয়েছে পুলিশ ক্যাম্পের কাজ। এতে স্থানীয় বাসিন্দারা জানায়, এবার আলোকিত হবে আন্ধারমানিক গ্রাম।

রোববার (২৭ জুন) দুপুরে আন্ধারমানিক গ্রামে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে সদর মডেল থানার অধীনস্থ পুলিশ ক্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামান।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন বোরহান চৌধুরী ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

স্থানীয়রা জানান, জেলা সদর মডেল, কমলনগর, চন্দ্রগঞ্জ থানা ও নোয়াখালী সদরের সীমান্তবর্তী তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক এলাকা। দীর্ঘদিন ধরে এ এলাকায় চুরি, ডাকাতি, খুন, মাদক কারবারি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভয়ারণ্য ছিল।

সদর থানা এলাকা থেকে ২০ কিলোমিটার দূর হওয়ায় এবং রাস্তাঘাট অনুন্নত থাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়।পুলিশ ক্যাম্প হলে স্থানীয় লক্ষাধিক বাসিন্দার পুলিশি সেবা নিশ্চিত ও অপরাদীদের হাত থেকে রক্ষা পাবে।

চেয়ারম্যান ওমর ফারুক ও তার ভাই যুবলীগ নেতা অনুপম হুছাইন তাদের মালিকানাধীন ৬০ শতক জমি পুলিশ ক্যাম্পের জন্য দান করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন আন্ধারমানিক গ্রামে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়।

আন্দারমানিক গ্রামে গত ১৮ জানুয়ারি কাশেম আলী নামে এক ইটভাটা শ্রমিক হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। গেল বছরের ১৮ ডিসেম্বর মনির হোসেন নামে এক যুবলীগ নেতাকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া গরু চুরি ও মাদক বেচাকেনাসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হয় ওই এলাকায়।

এ এলাকার অধিকাংশ বাসিন্দা নিরক্ষর। এতে স্থানীয় মোড়ল বা সুবিধাভোগী কিছু লোক অসহায় মানুষকে প্রতিনিয়ত প্রতারিত করে আসছে। জমিসংক্রান্ত ঘটনায় এ গ্রামেরই বাসিন্দা জিল্লুর রহিমের প্রতারণায় শতাধিক পরিবার এখনও জিম্মি হয়ে আছে। এছাড়াও এ গ্রামে ভূমিদস্যুর আনাগোনা বেশি পরিলক্ষিত হচ্ছে।

আন্ধারমানিক গ্রাম দিনে সূর্যের আলোয় আলোকিত থাকলেও রাতের অন্ধকারে খুব ভয়ানক। এ গ্রামে হত্যা, ধর্ষণ, মাদক, চোরাচালান রাতের আঁধারে সংগঠিত হয়। পুলিশ ক্যাম্পটি স্থাপনের মাধ্যমে এ এলাকার বাসিন্দারা স্বস্তিতে চলাফেরা করতে পারবেন।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অনুপম হুছাইন বলেন, এ গ্রামের অধিকাংশ মানুষই নিরক্ষর। এ সুযোগে সুবিধাবাজরা স্থানীয় বাসিন্দাদের প্রতারিত করে আসছে। হত্যা, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ এ এলাকায় প্রায়ই লেগে থাকে। এসব অপরাধ রোধে আমরা পুলিশ ক্যাম্প স্থাপনে জমি দিয়েছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, পুলিশ ক্যাম্পের মাধ্যমে ৩টি থানা ও নোয়াখালীর সীমান্তবর্তী আন্ধারমানিক গ্রামে পুলিশি সেবা পেতে আর বিঘ্ন ঘটবে না। সমুন্নত থাকবে এসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। এছাড়াও সবসময় নিরাপত্তা বেস্টনী দ্বারা এসব গ্রাম নিরাপদ থাকবে।

ভী-বানী/আমু



আর্কাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুরে যুবলীগের তারুণ্যর জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভা
সরিষাবাড়ীতে জনতার সাথে মতবিনিময় করেন প্রকৌশলী মাহবুব হেলাল
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা