কমলনগরে ভ্রাম্যমান দুধ-ডিম বিক্রি
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সর্বসাধারণের জন্য প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণ ও খামারীদের আগ্রহী করতে ভ্রাম্যমান গাড়িতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হচ্ছে।
বুধবার (১৪এপ্রিল) উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও উপজেলা ডেইরি/পোল্টি ফার্মাস এসোসিয়েশন এ উদ্যোগ গ্রহন করেন।
উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় প্রতি লিটার দুধের দাম ৬৫ টাকা এবং প্রতি হালি ডিমের দাম ২৬ টাকা দরে বিক্রি করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান জানান, মহামারী করোনা ভাইরাসে সারাদেশে সরকার লকডাউন ঘোষণা করেন। এ সময় খামারিদের উৎপাদিত পণ্য বিক্রয়ের সুযোগ না থাকায় তাদেরকে লোকসান গুনতে হয়। অপরদিকে সাধারণ মানুষ প্রাণিজ পুষ্টি থেকে বঞ্চিত হয়। এ সকল দিক বিবেচনা করে প্রাণি সম্পদ অধিদপ্তরের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, পোল্টি খামারিদে সাথে কথা বলে মুরগীর মাংসের দাম ঠিক করা হবে আপাতত দুধ ও ডিম দিয়ে শুরু করা হচ্ছে।
ভী-বানী/ডেস্ক