করোনায় আক্রান্ত বিএনপি’র প্রচার সম্পাদক এ্যানী
লক্ষ্মীপুর প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
গতকাল (০৫ এপ্রিল) তার করোনা রিপোর্ট প্রজেটিভ ধরা পড়ে। তিনি ঢাকার ধানমন্ডির নিজ বাস ভবনে পারিবারিকভাবে চিকিৎসা নিচ্ছেন।
মঙলবার (০৬ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম তার করোনা প্রজেটিভ এর বিষয়টি নিশ্চিত করেন।
জেলা কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল খালেদ দেশ ও লক্ষ্মীপুর বাসীর কাছে তার সুস্থ্যতার কামনায় দোয়া চেয়েছেন।
মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশে প্রথম ধাপের চেয়ে ২য় ধাপের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। যার কারণে সরকার ৫ এপ্রিল থেকে সাতদিন সারা দেশে লকডাউন ঘোষনা করেন।
প্রথম ধাপ ৭ ফেব্রুয়ারী করোনার ভ্যাকসিন শুরু হয়ে দ্বিতীয় ধাপ চলছে। এমন অবস্থায় আবারও করোনার আর্বিভাব দেখা দিয়েছে। এরমধ্যে ৩১ জেলায় বেশি আক্রান্ত হচ্ছে। যার মধ্যে লক্ষ্মীপুর জেলাও রয়েছে।
করোনা ভাইরাস থেকে রক্ষায় সরকার নীতিমালা প্রয়নন করেন। কিন্তু সাধারন মানুষ তা মানছে না। লকডাউনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। মানুষ রাস্তায় বের হয়ে স্বাভাবিকভাবে কাজ কর্ম করছে। হ্যান্ডস্যানেটাইজার বা মাস্ক কিছুই ব্যবহার করছে না। যার কারনে প্রতিনিয়ত করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
ভী-বানী / ডেস্ক /আমু