রবিবার, ৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » » ব্যাংক চলবে সীমিত পরিসরে
ব্যাংক চলবে সীমিত পরিসরে
নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার (৫ এপ্রিল) থেকে ৭ দিনের জন্য সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করলেও ব্যাংকিং খাত খোলা থাকবে।
রবিবার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালুর কথা বলা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে, লকডাউনের মধ্যে ব্যাংকিং খাত খোলা থাকবে। সীমিত আকারে লেনদেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময়সূচি কমিয়ে আনা হবে। আজ রবিবার (৪ এপ্রিল) বিকালের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যাংকগুলো লকডাউনের সময় কোন নিয়মে চলবে সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, গত বছর করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি চলাকালীন দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে লেনদেন চালু রেখেছিল। ওই সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলতো। আর ব্যাংক খোলা থাকতো বেলা ৩টা পর্যন্ত।