সোমবার, ১৫ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » জমি দখলে নিতে সেনা সদস্যের স্ত্রীকে মারধরের অভিযোগ
জমি দখলে নিতে সেনা সদস্যের স্ত্রীকে মারধরের অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে জোপূর্বক জমি দখলে নিতে রেহানা পারভীন মুন্নি নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। তার স্বামী ইসমাইল হোসেন সুমন সেনাবাহিনীতে কর্মরত আছেন। সোমবার (১৫ মার্চ) সকালে দক্ষিণ চর কাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছলেহ উদ্দিন হেলালসহ ৪ জনের বিরুদ্ধে মুন্নি থানায় এ অভিযোগ করেন।
অন্য অভিযুক্তরা হলেন উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরকাদিরা গ্রামের বেলাল হোসেন, মোশারেফ হোসেন ও সতেন্দ্র মজুমদার।
অভিযোগ সূত্র জানায়, মুন্নির স্বামী ইসমাইল হোসেন কঙ্গোতে মিশনে আছেন। চরকাদিরা গ্রামে ক্রয়কৃত জমিতে তারা বাড়ি নির্মাণের প্রস্তুতি নেয়। এতে অভিযুক্তরা বাধা দেয়। ১১ মার্চ সকালে অভিযুক্ত মোছলেহ উদ্দিন ও তার লোকজন ওই জমি জোরপূর্বক দখল করতে যায়। এসময় মুন্নির কাছ থেকে তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার ও জমি দখলের চেষ্টায় প্রতিবাদ করলে অভিযুক্তরা জোরপূর্বক মুন্নির শ্লীলতাহানির চেষ্টা করে। একপর্যায় তারা মুন্নিকে এলোপাতাড়ি ঘুষি ও লাথি মেরে আহত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। চাকরির কারণে মুন্নির স্বামী দেশের বাইরে রয়েছেন। এ সুযোগে জমি দখলে নিতে তারা মুন্নিকে অপহরণ ও গুম করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানান, তার জোরশোর চিৎকারে আশেপাশের লোকজন আসলে তাদের সামনে আসামী (হেলাল) তার পরনের কাপড় উলঙ্গ করে জনসম্মুখে দেখান। তার স্বামী বাংলাদেশ সেনাবাহিণীতে মিশনে কঙ্গোতে থাকায় আসামীরা প্রায় সময় তাকে অপহরণ ও ঘুম, হত্যার হুমকি দেয়।
স্থানীয় আবুল খায়ের জানান, আসামিরা মুন্নিদের কাছ থেকে চাঁদা দাবি করেছে। এতে ব্যর্থ হয়ে তারা জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। স্থানীয়ভাবে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাতে রাজি নয়।
বাদী রেহানা পারভীন মুন্নি বলেন, জমিটি আমরা কিনেছি। এখন ঘর নির্মাণ করতে গেলে শিক্ষক মোছলেহ উদ্দিন বাধা দেয়। লোকজন নিয়ে তিনি আমাদের জমি দখলে নেওয়ার পায়তারা করছে। বাধা দেওয়ায় তারা আমার গায়ে হাত দিয়েছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চাই।
জানতে চাইলে শিক্ষক মোছলেহ উদ্দিন হেলালকে বার বার ফোন দিয়েও পাওয়া যায় নি।
এ ব্যাপারে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর ছিদ্দিক বলেন, অভিযুক্তদের নোটিশ করা হয়েছে। তাদেরকে থানায় ডাকা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কক্ষে জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘটনাটি নিয়ে বসা হবে।
ভী-বানী/আশরাফ