শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » সুদের টাকার জন্য বিধবা মা ও ছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন
সুদের টাকার জন্য বিধবা মা ও ছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে সুদের টাকা আদায় করতে বিধবা মা ও দশম শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে কাঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মমতাজ বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নির্যাতিতরা হলেন- কালিয়াকৈর উপজেলার সিরাজপুর এলাকার মৃত আব্দুর রশিদের স্ত্রী মমতাজ বেগম (৪০) ও তার মেয়ে ঝুমা আক্তার (২৫)।
অভিযুক্তরা হলেন- একই গ্রামের আব্দুল গফুর, কুলসুম বেগম, শিল্পী, মুক্তা আক্তার, মনির হোসনে, রিপন ও শহীদ।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকার আব্দুল গফুর মিয়ার স্ত্রী কুলসুম এর কাছ থেকে গত দুই মাস আগে ১৭ হাজার টাকা সুদে আনেন ওই নির্যাতিতা মমতাজ বেগম। বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে সুদের টাকা চাইতে গেলে টাকা না দেওয়ায় তার বাড়ির সামনে কাঁঠাল গাছের সাথে মা মমতাজ ও মেয়েকে বেঁধে এলোপাথাড়ি ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজনসহ স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, পাওনা টাকার ঘটনায় কালিয়াকৈর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনিরুজ্জামান / ভী- বানী /ডেস্ক