মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে চেয়ারম্যান হতে সবার দোয়া চেয়েছে সাংবাদিক সাজ্জাদ
কমলনগরে চেয়ারম্যান হতে সবার দোয়া চেয়েছে সাংবাদিক সাজ্জাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে সব শ্রেণি-পেশা মানুষের দোয়া চেয়েছে সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
তিনি নির্বাচনকে সামনে রেখে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময়, মতামত ও মনের ভাব প্রকাশ করছেন। প্রতিনিয়ত তরুন ভোটার ও আমজনতার মনে জায়গা করে নিতে কাজ করছেন। তরুন প্রার্থী হিসেবে সবার মধ্যে সাড়া জাগাচ্ছেন। ইতিমধ্যে, তরুন ভোটার ও সাধারণ মানুষের মধ্যে তরুন প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। সামাজিক যোগাযোগ ফেইসবুকে প্রচারে সাড়া জাগিয়েছে। তাকে ঘিরে নির্বাচনী প্রচার, প্রচারণা শুরু হয়ে গেছে।
চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ চর ফলকন উনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী আলী আহমেদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (এমএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।
তিনি দীর্ঘদিন থেকে স্থানীয়, জাতীয় ও অনলাইন সংবাদ মাধ্যম্যে কাজ করে আসছেন। তার লেখনীতে এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, সমস্যা, সম্ভাবনা ও সমাজ সচেতনতামূলক বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে মেঘনা নদীর অব্যাহত ভাঙন নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হচ্ছে।
এছাড়াও তিনি কমলনগর প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের সমাজের মাধ্যমে’ গ্রামের নারীদের সেলাই প্রশিক্ষণ ও বেকার যুবকদের ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণসহ নানান সেবামূলক কর্মকান্ড পরিচালনা করছেন।
নির্বাচন প্রসঙ্গে ভোটারের সঙ্গে কথা বললে তারা জানায়, চেয়ারম্যান পদে একজন শিক্ষিত, ভদ্র ও সমাজ সচেতন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। সততা, দক্ষতা ও যোগ্যতা দেখে ভোট দিবেন। এ ক্ষেত্রে সাজ্জাদের প্রার্থীতা নিয়েই ভোটারদের আগ্রহ বেশি দেখাচ্ছে।
সাজ্জাদুর রহমান বলেন, উপজেলার মধ্যে বরাবরই ফলকনের মানুষ অবহেলিত। নদী ভাঙন ও দারিদ্রের সাথে লড়াই করে তারা বেঁচে আছেন। মেঘনা নদী ও কৃষি নির্ভর অবহেলিত এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ।
ভী-বানী /ডেস্ক