শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা »
প্রশাসন » গ্রাম পুলিশ,পুলিশের প্রাণ: ওসি নুরুল আফসার
শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
গ্রাম পুলিশ,পুলিশের প্রাণ: ওসি নুরুল আফসার
কমলনগর সংবাদদাতা ;
গ্রাম পুলিশ হচ্ছে পুলিশের প্রাণ এমনটাই বললেন লক্ষ্মীপুরের কমলনগরে নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আফসার।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা গ্রাম পুলিশের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন এর নেতৃত্বে নতুন থানা অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, গ্রাম পুলিশ হচ্ছে পুলিশের প্রাণ। গ্রাম পুলিশের সদস্যদের হতে চৌকস, সৎ এবং উজ্জ্বল নক্ষত্রের অধিকারী। গ্রাম পুলিশের সদস্যেরা যেন প্রতিটি এলাকায় নিজের অবস্থানে থেকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে। এলাকায় মাদক থেকে শুরু সকল অপরাধী কার্যক্রমে পুলিশ তথ্য দিতে হবে।
এছাড়াও এলাকায় যেন কোন ধরণের দুর্নীতিতে গ্রাম পুলিশের সদস্যরা জড়িত না হয় সেদিকেও নজর রাখতে হবে। পুলিশ বাহিনী সবসময় গ্রাম পুলিশের পাশে থাকবে।উপস্থিত ছিলেন,গ্রামপুলিশ সভাপতি মো.ইসমাইল হোসেন,সম্পাদক শবদর আলী, মো.সাইফুল,মো. মিজান,মোক্তার হোসেন,তাজল ইসলাম,মিল্লাত হোসেন,মাইন উদ্দিন,আবু তাহেরসহ প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি কমলনগর থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি কক্সবাজার জেলার রামু থানার ইনচার্জ ছিল।