বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » » নাটোরে চেয়ারম্যানের আত্মীয় বাড়ি থেকে সরকারী গম উদ্ধার
নাটোরে চেয়ারম্যানের আত্মীয় বাড়ি থেকে সরকারী গম উদ্ধার
নাটোর প্রতিনিধি : নাটোরে আত্মীয় বাড়ি থেকে ছাতনী ইউনিয়নের চেয়ারম্যানের গোপনে রেখে যাওয়া ১ শ বস্তা সরকারী গম উদ্ধার করেন পুলিশ।
বুধবার দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্ব পাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে কুরবান আলীর বাড়ি থেকে এই গম উদ্ধার করা হয়। তিনি চেয়ারম্যানের আত্মীয় বলে জানা যায়।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্ব পাড়া গ্রামের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের আত্মীয় কুরবান আলীর বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি ঘরে মজুত করা অবস্থায় সরকারি ১শ বস্তা গম পাওয়া যায়। কুরবান আলী স্বীকার করছেন যে গমগুলো চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের। তার বাড়িতে রাখতে বলেছেন।
তিনি আরো জানান, গমগুলো কার এবং কেনো এখানে রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে আটকের বিষয়টি পুলিশ স্বীকার না করলেও এলাকাবাসী বলেছেন পুলিশের একটা গাড়িতে করে নাটোরের দিকে তাকে নিয়ে গেছে।
তবে সদর থানার অফিসার ইনচার্জ বলেন, কাগজপত্র দেখানোর জন্য চেয়ারম্যান ও ইউপি মেম্বার থানায় রয়েছে। সেগুলো যাচাই বাছাই চলছে।
খোলাডাক / এসএস