সামাজিক সংগঠন “সময়ের বাতিঘর”র উন্মোচন
লক্ষ্মীপুর প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা গঠন করেন নতুন ভিন্নধারার সামাজিক সংগঠন ” সময়ের বাতিঘর” এটি উন্মোচন করেন লক্ষ্মীপুরের কমলনগরের বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত শিক্ষার্থীরা।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় এ সামাজিক সংগঠনে চারজনের সমন্বয়ক কমিটি গঠিত হয়।
এতে সমন্বয়কগন হলেন, রিদওয়ান উল্ল্যাহ খান (মাস্টার্স অর্থনৈতি, ঢাকা কলেজ) দেলোয়ার হোসেন (এল এল বি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়) প্রিন্স সোহেল (হিসাব বিজ্ঞান, ধানমন্ডি মডেল ইউনিভার্সিটি কলেজ) ইমরান শাকিল (তেজগাঁও কলেজ)। কমিটিতে ১৭ জনকে সাধারণ সদস্য করা হয়।
এ সময়, রিদওয়ান উল্লাহ খান জানান, দেশের সব ধরণের বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে সামাজিক সংগঠন “সময়ের বাতিঘর” এ পথচলা উন্মোচন হয়েছে। এ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক।
এই সংগঠনের লক্ষ্যে ও উদ্দেশ্য হচ্ছে খুদা মুক্ত, মাদকমুক্ত ও শতভাগ শিক্ষিত একটি আলোকিত সমাজ গড়ে তোলা।
এছাড়াও দেলোয়ার হোসেন জানান, সমাজের নানাবিধ সমস্যা নারী নির্যাতন, যৌতুকপথা, বাল্যবিবাহ রোধ, অসহায় বেকার যুবকদের বেকারত্ব দুরকরণসহ যাবতীয় সামাজিক কাজ করা এ সংগঠনের কাজ হবে। সমাজে অবহেলিত জনগনকে সচেতন করে গড়ে তোলা।পরিশেষে, তিনি ‘সময়ের বাতিঘর’ সংগঠনটির ভবিষ্যত কামনা করে সকলের সহযোগিতা কামনা করেন।
খোলাডাক /আমু/ডেস্ক