বঙ্গবন্ধু মেডিক্যালের অধ্যাপক ডা.জহিরুলে করোনায় মৃত্যু
ঢাকা প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া গাজীকান্দা গ্রামের কৃতি সন্তান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায়। ডা. গাজী জহিরুল হাসান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউর) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ১৭ তম ব্যাচের ছাত্র ছিলেন।
জানা যায়, ডা. গাজী জহিরুল হাসান কয়েক দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ১ম দফায় তার করোনা রির্পোট নেগেটিভ আসে। কিন্তু দ্বিতীয় দফায় করোনা রিপোর্ট পজেটিভ আসে। শুক্রবার জুম্মার নামাজের পর দোহার উপজেলার উত্তর জয়পাড়া গাজীকান্দা তার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।