জাতীয় পাটির পক্ষে ঈদের শুভেচ্ছা জানান আজাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলা বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান পল্লী বন্ধু এরশাদের জাতীয় পাটির সমন্বয়ক আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ জানান, করোনা ভাইরাসের পরিস্থিতিতে উপজেলা বাসিদের সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে হবে। সবাইকে এ মুহুর্তে নিরাপদে থাকতে হবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু দেশের পরিস্থিতির বিবেচনা করে চলতে হবে। করোনায় দেশ ভারাক্রান্ত। মানুষ কোনমতে জীবন চালাচ্ছে। স্বাধীনতার পরে এবারে বাঙালির ঈদ উৎযাপন একটু ভিন্ন ব্যতিক্রম। যার কারনে সবাইকে সচেতন হয়ে বাসা বাড়িতে থেকে ঈদ উৎযাপন করতে হবে।
আবুল কালাম আজাদ, পবিত্র ঈদুল ফিতরে রামগতি কমলনগর উপজেলা বাসিদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সবাই যেন ভালো ভাবে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সেই কামনা করেন।
তিনি রামগতি-কমলনগরে করোনা মুহূর্তে অসহায় কর্মহীদের নিজের মত করে ত্রান ও ঈদ সামগ্রী বিতরণ করেন। তার ত্রান সামগ্রী বিতরণ চলমান রয়েছে।
আবুল কালাম আজাদ, রামগতি-কমলনগর উপজেলা জাতীয় পার্টির প্রদান সমন্বয়ক ও জেলা জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দায়িত্বে রয়েছে। তিনি কমলনগরে হাজির হাট ইউনিয়নের বাসিন্দা। এবং চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপ্রতি। তিনি চট্রগ্রামে থেকে তার রামগতি-কমলনগরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
খোলাডাক/ ডেস্ক