লক্ষ্মীপুরের জাতীয় পাটির সমন্বয়ক আজাদের ঈদ সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলায় পবিত্র রমজান শেষে অসহায় দুস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পল্লী বন্ধু এরশাদের জাতীয় পাটির রামগতি-কমলনগরের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।
তিনি মহামারী করোনা ভাইরাসের বিপন্ন অসহায় দিনমজুর ৩ শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী সেমাই, দুধ, চিনি, আটা, তৈল, ও সাবান বিতরণ করেন। এছাড়াও কমলনগরে কিছু মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের সম্মানী প্রদান করা হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, দেশে মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। থেমে নেই ছোঁয়াছে এ ভাইরাসের পার্দুভাব। এর মধ্যে শুরু হয় পবিত্র রমজান মাস। মুসলমানদের জন্য রোজা একটি আর্শিবাদ। কিন্তু এ আর্শিবাদ লাভে কোনমতে শেষ হচ্ছে রোজার মাস। যার পেক্ষিতে কিছু অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। দেশের এ ক্রান্তীলগ্নে বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
এছাড়াও ঘূর্ণিঝড় আম্পানে মেঘনার উপকূলীয় অঞ্চলে বেশ ভাঙন দেখা দিয়েছে। থাকার শেষ আশ্রয়টুকুও নদী গর্ভে বিলিন হচ্ছে। এসব নদী কূলের মানুষের পাশে থাকতে চাই। পল্লী বন্ধু এরশাদের জাতীয় পাটির একটি খেটে খাওয়া মানুষের দল। এটা মনে রেখেই কাজ করছি।এছাড়াও করোনা ভাইরাসের দুস্ত মানুষের মাঝে ত্রান বিতরণ অব্যাহত থাকবে।
আবুল কালাম আজাদ, রামগতি-কমলনগর জাতীয় পার্টির প্রদান সমন্বয়ক ও জেলা জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দায়িত্বে রয়েছে। তিনি কমলনগরে হাজির হাট ইউনিয়নের বাসিন্দা। এবং চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপ্রতি। তিনি চট্রগ্রামে থেকে তার রামগতি-কমলনগরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
খোলাডাক/ ডেস্ক