অসহায় প্রতিবেশির মাঝে ত্রান বিতরণ করেন শিপন
লক্ষ্মীপুর প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের সারা দেশের লকডাউন চলছে। যার পেক্ষিতে কর্মজীবি, দিনমজুর, খেটে খাওয়া মানুষ বেকার হয়ে পড়ে। করোনার আর্বিভাবে শুরু হয় পবিত্র রমজান মাস। এতে অসহায় দিনমজুর বেকার মানুষগুলো কোনমতে সেহরী ও ইফতার খেয়ে রোজা রাখছে।দুঃস্থ অসহায় গৃহবন্দী মানুষ গুলোর মাঝে ত্রান সহায়তা প্রদান করেন মো.আবু নুর শিপন।
তিনি লক্ষ্মীপুরের কমলনগরের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী হাজি আবুল কালামের পুত্র। তিনি অসহায় প্রতিবেশির মাঝে চাল, ডাল, লবণ, তৈল, আলু বিতরণ করেন।
হাজী আবুল কালাম বলেন, করোনা মুহূর্তে অসহায় প্রতিবেশি গরিব লোকদের মাঝে নিজের সামাজিক হত আদায়ের লক্ষ্যে ত্রান সামগ্রী বিতরণ করছি। সব সময় প্রতিবেশির পাশে থাকার চেষ্টা করছি।
আবু নুর শিপন বলেন, দেশের মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার মানুষকে নিরাপদে রাখতে লক ডাউন ঘোষনা করেন। এতে কর্মজীবি খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো বেকার জীবন যাপন করে। সমাজের অসহায় দিনমজুর প্রতিবেশিদের মাঝে নিজের দায়িত্বে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করছি। এতে কিছুটা সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করছি।
তিনি আরও বলেন, দেশ, পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত সবাইকে বাসা বাড়িতে থাকতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। এবং বেশি বেশি নামাজ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক এটাই কামনা করছি।
আবু নুর শিপন, উপজেলার হাজির হাট হাফিজিয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামের পুত্র। তিনি আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ কোম্পানিতে কর্মরত রয়েছেন।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, হাজী আবুল কালাম, গ্রামপুলিশের উপজেলা সভাপতি মো.ইসমাইল হোসেন, ফরহাদ হোসাইন, আমজাদ হোসেনসহ প্রমুখ।
খোলাডাক /এসএন/ডেস্ক